thereport24.com
ঢাকা, শনিবার, ৪ জানুয়ারি 25, ২১ পৌষ ১৪৩১,  ৪ রজব 1446

প্রধান নির্বাচক ফারুক, বেঁকে বসেছেন নান্নু

২০১৩ ডিসেম্বর ১০ ১৭:০১:৩৯
প্রধান নির্বাচক ফারুক, বেঁকে বসেছেন নান্নু

দ্য রিপোর্ট প্রতিবেদক : বিসিবির শেষ লড়াইয়ে হেরে গেছে মুক্তিযোদ্ধার সন্তান! জয় হয়েছে বিএনপিপন্থীর! ঘটনা এবং উপলক্ষ বিসিবির প্রধান নির্বাচক পদ নিয়ে। সেই পদে আলোচনায় এগিয়ে ছিলেন শহীদ পরিবারের সন্তান, বর্ণাঢ্য ক্যারিয়ারে সমৃদ্ধ ক্রিকেটার মিনহাজুল আবেদীন নান্নু। কিন্তু সেখানে শেষ পর্যন্ত বিএনপিপন্থী ফারুক আহমেদকেই নিয়োগ দেয়া হয়েছে। গুঞ্জব রয়েছে ফারুকের আরেকটি বিশেষ যোগ্যতা ছিল তিনি একজন গুরুত্বপূর্ণ পরিচালকের ‘ভায়রা’। বিজয়ের মাসে নিজের এমন হারের কষ্ট ভুলতে পারছেন না নান্নু। বিসিবির এমন ‘অন্তর্ঘাতী’ সিদ্ধান্তে বেজায় চটেছেন মিনহাজুল আবেদীন নান্নু। এমনকি ঘোষিত নির্বাচক কমিটিতে না থাকার ইঙ্গিতই দিয়েছেন তিনি।

মঙ্গলবার বিকেলে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের বিসিবি কার্যালয়ে বোর্ড পরিচালকদের সঙ্গে এক সভা শেষে বিসিবি সভাপতি বলেছেন, ‘প্রধান নির্বাচক করা হয়েছে ফারুক আহমেদকেই। আগামী ২ বছরের জন্য তাকে প্রধান নির্বাচক নির্বাচিত করেছি। তার পক্ষে বেশি সমর্থন থাকাতে তাকে প্রধান নির্বাচক করা হয়েছে। ফারুকের সঙ্গে নির্বাচক কমিটিতে আগের ২ সদস্য নান্নু ও হাবিবুল বাশার সুমন থাকছেন।’

মিনহাজুল আবেদীন নান্নু কি এর পরও থাকছেন নির্বাচক কমিটিতে- এমন প্রশ্নের উত্তরে তিনি বলেছেন, ‘আজ আমি এ নিয়ে কিছু বলব না। কাল (বুধবার) জাতীয় দল ও ‘এ’ দলের খেলা আছে। সেই সময় আমি এ বিষয়ে মুখ খুলব।’ সম্পূরক প্রশ্ন ছিল, ফারুক প্রধান নির্বাচক হয়েছেন; আপনি তা মেনে নিয়েছেন কি। নান্নু সরাসরিই বলেছেন, ‘না’। তাতেই বোঝা যাচ্ছে নির্বাচক কমিটিতে থাকছেন না নান্নু। বুধবার হয়ত সেই কথাই সাংবাদিকদের বলবেন তিনি। প্রথম দিকে ফারুকের ব্যাপারে বেশি আগ্রহ থাকলেও রাজনৈতিক বিবেচনায় প্রধান নির্বাচক পদে নান্নুই এগিয়েছিলেন। পাশাপাশি বর্ণাঢ্য ক্রিকেট ক্যারিয়ার তার। সেই তুলনায় ফারুক পিছিয়ে। কিন্তু ফারুকের পক্ষে অধিক সংখ্যক বোর্ড পরিচালক থাকায় তিনিই এ পদে আসীন হয়েছেন।

ফারুক আহমেদ এ নিয়ে খুব উচ্ছ্বসিত। তিনি বলেছেন, ‘খুবই ভালো লাগছে। যারা আমাকে সমর্থন করেছে তাদের ধন্যবাদ। আগে যখন এ পদে ছিলাম তখন দল জিততে শিখেছে। এখন দল প্রতিনিয়ত জিতে। সবার মনে একটি ধারণা তৈরি হয়ে গেছে, দল খেললেই জিতবে। জয় যেন ধারাবাহিকভাবে আসে এরকমভাবেই দলকে পরিচালনা করার চেষ্টা করব। সেভাবেই দল গড়ব। যেন সেরা দলটিই গড়তে পারি সবসময় সেদিকেই নজর থাকবে।’

বর্তমান আওয়ামী লীগ সরকার আমলে বিএনপিপন্থী প্রধান নির্বাচক নির্বাচনের বিষয়টি নিয়ে বোদ্ধামহলে সমালোচনার ঝড় বইছে। অনেকেই মনে করছেন, প্রধান নির্বাচক নিয়োগের ক্ষেত্রে আওয়ামী লীগার নাজমুল হাসান পাপন যতই ‘নিরপেক্ষ’ সাজার চেষ্টা করছেন, তা ধোপে টিকবে না। বরং তিনি আওয়ামী লীগার হয়েও বিসিবিতে এখন রাজনৈতিক বন্ধু শূন্য; এটাই প্রমাণিত। সেখানে কেউ বললে ভুল হবে না- বিজয়ের মাসে নত স্বীকার বিসিবির। কারণ ক্রিকেটারদের মধ্যে নান্নু-নেবেলদের পরিবারই মুক্তিযুদ্ধের ঝাণ্ডা উড়িয়ে এগিয়ে রয়েছে।

(দ্য রিপোর্ট/এমএ/এএস/শাহ/সিজি/ডিসেম্বর ১০, ২০১৩)

পাঠকের মতামত:

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর