thereport24.com
ঢাকা, রবিবার, ১৯ জানুয়ারি 25, ৬ মাঘ ১৪৩১,  ১৯ রজব 1446

সাউন্ড অব মিউজিক তারকা এলেনর পার্কারের মৃত্যু

২০১৩ ডিসেম্বর ১০ ১৭:১৪:৩৪
সাউন্ড অব মিউজিক তারকা এলেনর পার্কারের মৃত্যু

দ্য রিপোর্ট ডেস্ক : সাউন্ড অব মিউজিক তারকা এলেনর পার্কার আর নেই। ক্যালিফোর্নিয়ায় নিজ বাসভবনে মারা যান তিনি। তার বয়স হয়েছিল ৯১ বছর।

এলেনরের পারিবারিক বন্ধু রিচার্ড গিয়ার জানান, নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে অস্কার পুরস্কারের জন্য মনোনয়ন পাওয়া এ অভিনেত্রীর মৃত্যু হয়।

এলেনর পার্কার ১৯৫১, ১৯৫২ ও ১৯৫৬ সালে মোট তিনবার অস্কারের জন্য মনোনয়ন পেয়েছিলেন।

এলেনর অভিনীত সবচেয়ে বিখ্যাত চলচ্চিত্র হলো ১৯৬৫ সালে মুক্তিপ্রাপ্ত সাউন্ড অব মিউজিক। এ চলচ্চিত্রে এলেনর বেরোনেস শ্রেইডারের ভূমিকায় অভিনয় করেন। সূত্র: জিনিউজ

(দ্য রিপোর্ট/কেএন/নূরু/এনডিএস/ডিসেম্বর ১০, ২০১৩)

পাঠকের মতামত:

SMS Alert

জলসা ঘর এর সর্বশেষ খবর

জলসা ঘর - এর সব খবর