thereport24.com
ঢাকা, রবিবার, ১৯ জানুয়ারি 25, ৬ মাঘ ১৪৩১,  ১৯ রজব 1446

আমিরের প্রশংসায় শাহরুখ

২০১৩ ডিসেম্বর ১০ ১৭:২১:৩৩
আমিরের প্রশংসায় শাহরুখ

কলকাতা প্রতিনিধি : ভারতবর্ষে তার প্রজন্মের মধ্যে আমির খানই সেরা অভিনেতা। আমির খানের প্রশংসা করে বলিউডের ডন শাহরুখ খান বলেন, ‘ধুম থ্রি’তে আমিরের কাজ আমাকে অনুপ্রেরণা যুগিয়েছে। এ দেশের সেরা অভিনেতার নাম আমির খান। `ধুম থ্রি`-এর ট্রাপিজের খেলা দেখানোর জন্য আমির যেভাবে ওর শরীরটাকে তৈরি করেছে তা অসাধারণ।’

‘আমির শুধু শারীরিক বা মানসিকভাবে নয়, ওর কাজের মধ্যে দিয়ে সবাইকে অনুপ্রেরণা যোগায়। ওর কাজ সবসময় প্রশংসাযোগ্য’ বলেন শাহরুখ।

শাহরুখ খান জানান, তিনি আবারও খল চরিত্রে অভিনয় করতে চান। ধুম থ্রিতে ভিলেনের ভূমিকায় রয়েছেন আমির খান।

(দ্য রিপোর্ট/এসএম/নূরু/এনডিএস/ডিসেম্বর ১০,২০১৩)

পাঠকের মতামত:

SMS Alert

জলসা ঘর এর সর্বশেষ খবর

জলসা ঘর - এর সব খবর