thereport24.com
ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি 25, ২৮ পৌষ ১৪৩১,  ১১ রজব 1446

দেশে ‘দুর্ভিক্ষের’ আশঙ্কা জাপা মহাসচিবের

২০১৩ ডিসেম্বর ১০ ১৭:৩১:২৮
দেশে ‘দুর্ভিক্ষের’ আশঙ্কা জাপা মহাসচিবের

দ্য রিপোর্ট প্রতিবেদক : দেশে ‘দুর্ভিক্ষের’ আশঙ্কা প্রকাশ করেছেন জাপা মহাসচিব এবিএম রুহুল আমিন হওলাদার। তিনি বলেন, দেশে বর্তমানে বিরোধী দলের হরতাল, অবরোধ, জ্বালাও-পোড়াও চলছে। এভাবে চলতে থাকলে দেশে ‘দুর্ভিক্ষ’ দেখা দিতে পারে।

জাপা চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের প্রেসিডেন্ট পার্ক বাসভবনের নিচে মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৫টায় অপেক্ষমান সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

জাপা মহাসচিব বলেন, দেশের এই অবস্থার একটি শান্তিপূর্ণ সমাধান হওয়া প্রয়োজন। দুই প্রধান দলের মহাসচিবের সঙ্গে তারানকোর বৈঠক হয়েছে। আশা করি ওই বৈঠকের মাধ্যমে সমস্যার সমাধান হবে।

(দ্য রিপোর্ট/এসআর/নূরু/এমএআর/ডিসেম্বর ১০, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর