thereport24.com
ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি 25, ২৮ পৌষ ১৪৩১,  ১১ রজব 1446

অবস্থার উন্নতি ঘটেছে : তারানকো

২০১৩ ডিসেম্বর ১০ ১৭:৩১:৫০
অবস্থার উন্নতি ঘটেছে : তারানকো

দ্য রিপোর্ট প্রতিবেদক : ‘বাংলাদেশের চলমান রাজনৈতিক অবস্থার উন্নতি হয়েছে’ উল্লেখ করে জাতিসংঘের রাজনীতি বিষয়ক সহকারী সেক্রেটারি জেনারেল অস্কার ফার্নান্দেজ তারানকো বলেছেন, ‘গত চারদিনের আলাপ-আলোচনার মাধ্যমে সঙ্কিট সমাধানে দুই প্রধান দলই সংলাপ চালিয়ে যেতে সম্মত হয়েছে।’

রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৫টায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি।

তারানকো বলেন, ‘নির্বাচনকালীন সঙ্কট নিরসনে প্রধান দুই রাজনৈতিক দল ছাড় দিতে রাজি আছে। এ লক্ষ্যে উভয় দলের সঙ্গে কথা হয়েছে। আমি আশাকরি, সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে উভয় পক্ষকেই ঐকমত্যে আনতে পারব। আমি ভাল সম্ভাবনা দেখছি। তাই আমার সফর একদিন বাড়িয়েছি।’

জনগণকে সন্তুষ্ট করার মতো গুরুত্বপূর্ণ অগ্রগতি লক্ষণীয় বলেও জানান তারানকো।

তিনি বলেন, ‘জাতিসংঘ মহাসচিব বান কি মুন আমাকে দায়িত্ব দিয়েছেন বাংলাদেশের বড় দলগুলোকে সংলাপে রাজি করাতে। আমি সংলাপ এবং এর ফলাফল পাওয়ার বিষয়ে আশাবাদী।’

এর আগে আওয়ামী লীগের প্রতিনিধি দলের সঙ্গে সোমবার বেলা ১১টা ২০ মিনিট থেকে ১২টা ২০ মিনিট পর্যন্ত প্রায় এক ঘণ্টার বৈঠক অনুষ্ঠিত হয় গওহর রিজভীর গুলশানের বাসভবনে।

বৈঠকে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য তোফায়েল আহমেদ, আমির হোসেন আমু ও আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ফারুক খান।

(দ্য রিপোর্ট/এইউএ/নূরু/এনডিএস/এমএআর/ডিসেম্বর ১০, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর