thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি 25, ২ মাঘ ১৪৩১,  ১৬ রজব 1446

বিলকুড়ালিয়া মুক্ত দিবস উদযাপন

২০১৩ ডিসেম্বর ১০ ১৭:৩৪:৫৯
বিলকুড়ালিয়া মুক্ত দিবস উদযাপন

চাটমোহর (পাবনা) সংবাদদাতা : উৎসবমুখর পরিবেশে বিভিন্ন আয়োজনের মধ্যদিয়ে বহুল আলোচিত পাবনার চাটমোহর উপজেলার বিলকুড়ালিয়া মুক্ত দিবস উদযাপন করেছে ভূমিহীনরা।

মুক্ত দিবস উপলক্ষে মঙ্গলবার সকাল ১১টায় বিলপাড়ের বিভিন্ন গ্রামের নারী-পুরুষ ঐহিত্যবাহী লাঠি খেলা প্রদর্শন করে। এছাড়া সাংস্কৃতিক অনুষ্ঠানে নিজেরাই গান গেয়ে আনন্দে মেতে ওঠেন তারা।

পরে বিলকুড়ালিয়া মাঠে বিলমুক্ত দিবস উপলক্ষে ভূমিহীন নেতা ময়েন উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। এতে বক্তব্য দেন ভূমিহীন উন্নয়ন সংস্থার (এলডিও) নির্বাহী পরিচালক মুক্তিযোদ্ধা আতাউর রহমান রানা মাস্টার, প্রোগ্রাম কো-অর্ডিনেটর নুরে আলম মঞ্জু, ভূমিহীন নেতা ইসরাইল হোসেন, আনোয়ার হোসেন, বাহের আলী, ওমর আলী, ভূমিহীন নেত্রী রমেছা খাতুন, চাম্পা খাতুন, ছানোয়ারা খাতুন প্রমুখ।

আলোচনা সভায় ভূমিহীন উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক মুক্তিযোদ্ধা আতাউর রহমান রানা মাস্টার বলেন, বিলকুড়ালিয়া বিলের ৪৭৩.২৩ একর (প্রায় দেড় হাজার বিঘা) খাসজমি বিলপাড়ের ভূমিহীনদের মাঝে স্থায়ী বন্দোবস্ত কার্যক্রম চূড়ান্ত পর্যায়ে রয়েছে। যে কোনো সময় বন্দোবস্তের কাজ শুরু হবে। এই বিলের জমি এখন নিরঙ্কুশ খাস কৃষি জমি হিসেবে ভোগদখল করছে ভূমিহীনরা।

১৯৯২ সালের ১০ ডিসেম্বর বাংলাদেশ ক্ষেতমজুর ইউনিয়নের পতাকাতলে ঐক্যবদ্ধ হয়ে লাল পতাকা উড়িয়ে ভূমিগ্রাসীদের হটিয়ে চাটমোহর উপজেলার বিলকুড়ালিয়া বিল নিজেদের দখলে নেয় বিলপাড়ের ১৫টি গ্রামের সহস্রাধিক ভূমিহীন নারী-পুরুষ। এরপর আন্দোলনের সুবিধার্থে ১৯৯৩ সালে ভূমিহীনরা গড়ে তোলে ভূমিহীন উন্নয়ন সংস্থা (এলডিও) নামের একটি বেসরকারি সংগঠন। বিল দখলের পর থেকে গত ২১ বছর ধরে ভূমিগ্রাসীদের সঙ্গে রক্তক্ষয়ী সংঘর্ষ, মামলা ও আন্দোলন-সংগ্রাম চালিয়ে আসছেন ভূমিহীনরা। স্থানীয় প্রভাবশালী ভূমিগ্রাসীদের দায়ের করা সকল মামলা সর্বোচ্চ আদালত থেকে বাতিল করা হয়। সরকার দ্রুত বিলকুড়ালিয়ার খাসজমি স্থায়ী বন্দোবস্ত দেবার মাধ্যমে দীর্ঘদিনের পুঞ্জিভূত সমস্যার সমাধান করবে- এমন আশায় বুক বেঁধেছেন ভূমিহীনরা।

(দ্য রিপোর্ট/এসআর/নূরু/এফএস/ডিসেম্বর ১০, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর