thereport24.com
ঢাকা, শনিবার, ৪ জানুয়ারি 25, ২১ পৌষ ১৪৩১,  ৪ রজব 1446

বিশ্রামে পিটারসেন, সোয়ান-অ্যান্ডারসন

২০১৩ ডিসেম্বর ১০ ১৮:০৫:১৩
বিশ্রামে পিটারসেন, সোয়ান-অ্যান্ডারসন

দ্য রিপোর্ট ডেস্ক : কেভিন পিটারসন, গ্রায়েম সোয়ান ও জেমস অ্যান্ডারসনকে বিশ্রামে রেখে অস্ট্রেলিয়ার বিপক্ষে আসন্ন ওয়ানডে ও টোয়েন্টি২০ সিরিজের জন্য দল ঘোষণা করেছে ইংল্যান্ড।

ইংল্যান্ড টিম ম্যানজেমেন্ট জানিয়েছে, ‘ধারাবাহিকভাবে আন্তর্জাতিক ম্যাচ খেলে যাচ্ছে এই ৩ জন। দলের গুরুত্বপূর্ণ ক্রিকেটার তারা। আগামীতে দলের ব্যস্ত সূচি রয়েছে। সেই বিষয়টি মাথায় রেখেই তাদের বিশ্রাম দেওয়া হয়েছে।’

পর্যায়ক্রমে দলের বাকি সদস্যদেরও বিশ্রাম দেওয়া হবে বলে জানিয়েছে টিম ম্যানেজমেন্ট।

ইংল্যান্ড কোচ অ্যান্ডি ফ্লাওয়ার বলেছেন, ‘এই সিরিজ শেষে টোয়েন্টি২০ বিশ্বকাপ তার পরই শুরু আইপিএল। এরপর মাঠে গড়াবে ইংল্যান্ডের ঘরোয়া লিগ। সব মিলিয়ে ব্যস্ত সূচি। ভবিষ্যতের কথা মাথায় রেখেই এই ক্রিকেটারদের বিশ্রামে পাঠানো হয়েছে।‘

ওয়ানডে স্কোয়াড : অ্যালিস্টার কুক(অধিনায়ক), গ্যারি ব্যালেন্স, ইয়ান বেল, রবি বোপারা, টিম ব্রেসনান, ড্যানি ব্রিগস, স্টুয়ার্ট ব্রড, জস বাটলার, মাইকেল কারবেরি, স্টিভেন ফিন, ক্রিস জর্ডান, ইয়ন মর্গান, বয়েড রানকিন, জো রুট, বেন স্টোকেস, জেমস ট্রিডওয়েল ।

টোয়েন্টি২০ স্কোয়াড: স্টুয়ার্ট ব্রড(অধিনায়ক), রবি বোপারা, টিম ব্রেসনান, ড্যানি ব্রিগস, জস বাটলার, জাডে ডানন্যোচ, স্টিভেন ফিন, অ্যালেক্স হালেস, মাইকেল লাম্ব, ইয়ন মরগান, বয়েড রানকিন, জো রুট, বেন স্টোকেস, জেমস ট্রেডওয়েল, লুক রাইট।

(দ্য রিপোর্ট/এমআই/নূরু/সিজি/ডিসেম্বর ১০, ২০১৩)

পাঠকের মতামত:

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর