thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি 25, ২ মাঘ ১৪৩১,  ১৬ রজব 1446

কচুয়ায় অবরোধকারী-পুলিশ সংঘর্ষ, আহত ১২

২০১৩ ডিসেম্বর ১০ ১৮:৩১:০১
কচুয়ায় অবরোধকারী-পুলিশ সংঘর্ষ, আহত ১২

চাঁদপুর সংবাদদাতা : চাঁদপুরের কচুয়ার ঘাগড়া বাজার এলাকায় অবরোধকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে। এতে ১২ জন আহত হয়েছেন। এ সংঘর্ষের ঘটনা ঘটে মঙ্গলবার বিকেল ৩টায়।

পুলিশ এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ১৪ রাউন্ড শর্টগানের গুলি ছোড়ে।

কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো. আলমগীর হোসেন দ্য রিপোর্টকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, কচুয়া-ঢাকা সড়কের ঘাগড়া বাজার এলাকায় দুপুরের পরে অবরোধকারীরা দুটি অটোরিকশা ও তিনটি রিকশা ভাংচুর করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছলে অবরোধকারীরা পুলিশের ওপর ইট-পাটকেল ছোড়ে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ১৪ রাউন্ড শর্টগানের গুলি ছোড়ে। এতে ১২ জন আহত হয়েছেন।

আহতদের মধ্যে ইয়াছিন আহমেদ (২৫) ও মহীউদ্দিন (২৭) কচুয়া স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।বাকিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

(দ্য রিপোর্ট/এমবি/নূরু/এমএইচও/এনডিএস/ডিসেম্বর ১০, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর