thereport24.com
ঢাকা, শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ১৩ পৌষ ১৪৩১,  ২৫ জমাদিউস সানি 1446

রুয়েটের ভর্তি কার্যক্রম স্থগিত

২০১৩ ডিসেম্বর ১০ ১৮:৩৭:৫১
রুয়েটের ভর্তি কার্যক্রম স্থগিত

রাজশাহী সংবাদদাতা : বিরোধী দলের টানা হরতাল ও অবরোধের কারণে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) ২০১৩-২০১৪ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ বিএসসি ইঞ্জিনিয়ারিং কোর্সের ভর্তি কার্যক্রম স্থগিত করা হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে মঙ্গলবার এ তথ্য জানানো হয়।

ভর্তি পরীক্ষা কমিটির সভাপতি অধ্যাপক শহীদ-উজ-জামান জানান, ১৪ ডিসেম্বর মেধাক্রম অনুযায়ী প্রথম বর্ষে ছাত্র-ছাত্রীদের ভর্তি হওয়ার কথা ছিল। কিন্তু অনিবার্য কারণে এই ভর্তি কার্যক্রম স্থগিত করা হয়েছে। পরবর্তী ভর্তির তারিখ বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের নোটিশ বোর্ড ও বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ওয়েবসাইট (www.ruet.ac.bd) থেকে জানা যাবে।

উল্লেখ্য, ১৬ নভেম্বর বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এ বছর বিশ্ববিদ্যালয়ের ৬৯০টি আসনে ভর্তির জন্য প্রাথমিকভাবে নির্বাচিত তিন হাজার ১৪ জনের তালিকা প্রকাশ করা হয়। এছাড়া আর্কিটেকচার বিভাগে ৩০টি আসনে ভর্তির জন্য ১২৪ জনকে প্রাথমিকভাবে নির্বাচিত করা হয়। ১৪ ডিসেম্বর মেধাক্রম অনুযায়ী শিক্ষার্থী ভর্তির তারিখ নির্ধারিত হয়েছিল।

(দ্য রিপোর্ট/এমএএ/নূরু/এমএইচও/ডিসেম্বর ১০, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

শিক্ষা এর সর্বশেষ খবর

শিক্ষা - এর সব খবর