thereport24.com
ঢাকা, রবিবার, ২৬ জানুয়ারি 25, ১৩ মাঘ ১৪৩১,  ২৬ রজব 1446

চাঁপাইনবাবগঞ্জে জামায়াত আমির গ্রেফতার, বুধবার অর্ধদিবস হরতাল

২০১৩ ডিসেম্বর ১০ ১৮:৫৩:১০
চাঁপাইনবাবগঞ্জে জামায়াত আমির গ্রেফতার, বুধবার অর্ধদিবস হরতাল

চাঁপাইনবাবগঞ্জ সংবাদদাতা : জেলার পৌর জামায়াতের নায়েবে আমির ও পৌরসভার প্যানেল মেয়র আবুল হাসানকে (৪৮) গ্রেফতার করেছে পুলিশ।

শহরের হরিপুরের নিজ বাড়ি থেকে মঙ্গলবার দুপুর আড়াইটায় তাকে গ্রেফতার করা হয়। আবুল হাসানকে গ্রেফতারের প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে বুধবার আধাবেলা হরতাল ডেকেছে স্থানীয় জামায়াত

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দীন দ্য রিপোর্টকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে দুপুর আড়াইটার দিকে তাকে নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়েছে।

তিনি আরও জানান, তার বিরুদ্ধে সদর থানায় বিস্ফোরক ও পুলিশের ওপর হামলাসহ বিভিন্ন আইনে ১০টি মামলা রয়েছে। এছাড়াও সাম্প্রতিক জামায়াতের বিভিন্ন কর্মসূচিতে সহিংসতার উসকানি দেওয়ারও অভিযোগ রয়েছে।

এদিকে আবুল হাসানকে গ্রেফতারের প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জ বুধবার জেলায় আধাবেলা হরতাল ডেকেছে স্থানীয় জামায়াত। পৌর জামায়াতের সেক্রেটারি জেনারেল ওমর ফারুক দ্য রিপোর্টকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, সকাল ৬টা থেকে বেলা ২টা পর্যন্ত জেলার পাঁচ উপজেলায় এ হরতাল পালন করা হবে।

(দ্য রিপোর্ট/এআরএন/নূরু/এমএইচও/এনডিএস/ডিসেম্বর ১০, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর