thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি 25, ৩ মাঘ ১৪৩১,  ১৬ রজব 1446

‘মামা, মাথা নত না করতে বলেছেন, এ জন্য প্রাণভিক্ষা চাইনি’

২০১৩ ডিসেম্বর ১০ ১৯:০২:৪৭
‘মামা, মাথা নত না করতে বলেছেন, এ জন্য প্রাণভিক্ষা চাইনি’

দ্য রিপোর্ট প্রতিবেদক : ‘মামা আমাদের বলেছেন, বেঁচে থাকা অবস্থায় কারো কাছে কখনও মাথা নত না করতে। এ কারণে আমরা রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষা চাইনি’- জানিয়েছেনকাদের মোল্লার ভাগ্নে রফিকুল ইসলাম।

কারাগারে প্রবেশের আগে সেখানে উপস্থিত সাংবাদিকদের তিনি এ কথা বলেন। মঙ্গলবার রাত ৭টায় তারা জেলগেটে আসেন। দুটি গাড়িতে করে মোট ১৬ সদস্য জেলগেটের সামনে কিছুক্ষণ অবস্থান নেওয়ার পর পৌনে ৮টায় তারা কারাগারে প্রবেশ করেন।

কাদের মোল্লার জামাতা জহিরুল ইসলাম, মহিদুল ইসলাম ও মহিবুন্নার সেলিম, মেয়ে আমাতুল্লাহ পারভিন, স্ত্রী আনোয়ারা শাহান, ফুপা মুসাহেদ আহসানসহ মোট ২৩ জন কারাগারে প্রবেশ করেন।

জেলগেট ও এর আশপাশে এলাকায় নিরাপত্তা ব্যবস্থা বাড়ানো হয়েছে।

এর আগে, মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল আব্দুল কাদের মোল্লার সঙ্গে মঙ্গলবার রাত ৮টার মধ্যে পরিবারের সদস্যদের সাক্ষাৎ করতে বলে কারা কর্তৃপক্ষ।

বিষয়টি নিশ্চিত করে কাদের মোল্লার বড় ছেলে হাসান জামিল দ্য রিপোর্টকে জানান, এ সংক্রান্ত একটি চিঠি আমাদের দেওয়া হয়েছে। আমরা রাত ৮টার মধ্যেই কারাগারের কনডেম সেলে গিয়ে পরিবারের সবাই বাবার সঙ্গে দেখা করবো।

(দ্য রিপোর্ট/ডি/নূরু/এমএআর/ডিসেম্বর ১০, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর