thereport24.com
ঢাকা, শুক্রবার, ১০ জানুয়ারি 25, ২৭ পৌষ ১৪৩১,  ১০ রজব 1446

এনএসএ’র ‘গণ নজরদারি’র বিরুদ্ধে পিটিশনে পাঁচশ লেখকের স্বাক্ষর

২০১৩ ডিসেম্বর ১০ ১৯:১৬:৪৭
এনএসএ’র ‘গণ নজরদারি’র বিরুদ্ধে পিটিশনে পাঁচশ লেখকের স্বাক্ষর

দ্য রিপোর্ট ডেস্ক : যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা সংস্থার (এনএসএ) বিশ্বব্যাপী গোপন নজরদারির বিরুদ্ধে এক পিটিশনে স্বাক্ষর করেছেন বিশ্বের বিভিন্ন দেশের পাঁচশয়েরও বেশি বিখ্যাত লেখক। খবর ডেইলি মেইলের।

এনএসএ’র এ গোপন তৎপরতা বন্ধ করতে তারা এ পিটিশনে স্বাক্ষর করেন। যুক্তরাষ্ট্রের প্রায় ৮৫ শতাংশ লেখকই এতে সম্মতি জানান। আমেরিকান লেখক ও কবি স্যাফায়ার ৫৬০তম ব্যক্তি হিসেবে এ পিটিশনে স্বাক্ষর করেন।

ইউএস সংস্থাটির গোয়েন্দাবৃত্তি মানুষের ব্যক্তিস্বাতন্ত্র্য ও চিন্তার ওপরে আঘাত বলে পিটিশনে উল্লেখ করা হয়েছে।

নিউ ইয়র্কভিত্তিক ড্যানিশ লেখক জেন টেলার এ পিটিশনের কার্যক্রমে সহযোগিতা করছেন।

পিটিশনটিতে বিশ্বের ৮০টি দেশের নামকরা লেখক ও সাহিত্যিকরা স্বাক্ষর করেছেন। এর মধ্যে রয়েছেন নোবেলজয়ী ওরহান পামুক, এলফ্রিড জেলিনেক, জেএম কোয়েটজি ও গুন্টার গ্রাস।

(দ্য রিপোর্ট/এসকে/নূরু/ডিসেম্বর ১০, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

বিশ্ব এর সর্বশেষ খবর

বিশ্ব - এর সব খবর