thereport24.com
ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি 25, ২৮ পৌষ ১৪৩১,  ১১ রজব 1446

ফখরুল-আশরাফ বৈঠকের কথা স্বীকার বিএনপির

২০১৩ ডিসেম্বর ১০ ১৯:২৩:০৯
ফখরুল-আশরাফ বৈঠকের কথা স্বীকার বিএনপির

দ্য রিপোর্ট প্রতিবেদক : জাতিসংঘের রাজনীতি বিষয়ক সহকারী সেক্রেটারি জেনারেল অস্কার ফার্নান্দেজ তারানকোর উপস্থিতিতে বিএনপি ও আওয়ামী লীগের প্রতিনিধি দল বৈঠক করেছেন। বিএনপি দলের সহ-দপ্তর সম্পাদক শামীমুর রহমান শামীম স্বাক্ষরিত এক বিবৃতিতে মঙ্গলবার সন্ধ্যা সোয়া ৭টায় এ বৈঠকের কথা স্বীকার করা হয়।

বৈঠকে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে দলের স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ড. আবদুল মঈন খান ও ভাইস চেয়ারম্যান শমসের মবিন চৌধুরী উপস্থিত ছিলেন।

অন্যদিকে, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামের নেতৃত্বে দলের উপদেষ্টা সদস্য আমির হোসেন আমু, তোফায়েল আহমেদ ও গওহর রিজভী উপস্থিত ছিলেন।

বিবৃতিতে জানানো হয়, ঢাকায় নিযুক্ত জাতিসংঘের আবাসিক কো-অর্ডিনেটরের বাসভবনে মঙ্গলবার দুপুর ২টায় এ বৈঠক অনুষ্ঠিত হয়।

জাতিসংঘের রাজনীতি বিষয়ক সহকারী সেক্রেটারি জেনারেল অস্কার ফার্নান্দেজ তারানকোর সঙ্গে অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিবৃতিতে আরো বলা হয়, বৈঠকে উভয়পক্ষ সকল দলের অংশগ্রহণের মাধ্যমে একটি অবাধ, সুষ্ঠু ও সকলের কাছে গ্রহণযোগ্য নির্বাচনের জন্য নির্বাচনকালীন সরকার বিষয়ে আলোচনা অব্যাহত রাখার বিষয়ে একমত পোষণ করেন।

বাংলাদেশে আগামী জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে বিরাজমান অনিশ্চয়তা নিষ্পত্তির লক্ষ্যে জাতিসংঘের মহাসচিবের এই উদ্যোগের জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে তাকে আন্তরিক ধন্যবাদ জানানো হয়।

(দ্য রিপোর্ট/টিএস-এমইচ/নূরু/এমএইচওি/এমসি/ডিসেম্বর ১০, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর