thereport24.com
ঢাকা, রবিবার, ২৬ জানুয়ারি 25, ১২ মাঘ ১৪৩১,  ২৬ রজব 1446

হাসিনাকে বাদ দিয়ে বান কি মুনের কাছে এরশাদের প্রস্তাবনা

২০১৩ ডিসেম্বর ১০ ১৯:২৩:১৪
হাসিনাকে বাদ দিয়ে বান কি মুনের কাছে এরশাদের প্রস্তাবনা

সাগর আনোয়ার, দ্য রিপোর্ট : চলমান রাজনৈতিক সঙ্কট সমাধানে জাতিসংঘের মহাসচিব বান কি মুনের কাছে একটি বিশেষ প্রস্তাবনা পাঠিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। প্রস্তাবে সরকার প্রধান হিসেবে শেখ হাসিনাকে বাদ দিয়ে সবার কাছে গ্রহণযোগ্য ব্যক্তির অধীনে নির্বাচনের বিষয়টি তুলে ধরা হয়েছে বলে একটি বিশ্বস্ত সূত্র নিশ্চিত করেছে।

এরশাদের বিশেষ উপদেষ্টা ববি হাজ্জাজ মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে হোটেল সোনাগাঁওয়ে সফররত জাতিসংঘের সহকারী মহাসচিব অস্কার ফার্নান্দেজ তারানকোর সফর সঙ্গীর কাছে প্রস্তাবনা সংক্রান্ত চিঠিটি হস্তান্তর করেন। তবে ওই সময় হোটেলে তারানকো উপস্থিত ছিলেন না।

জাতীয় পার্টির (জাপা) পক্ষ থেকে বলা হয়, সংবিধানের মধ্যে থেকে চলমান সঙ্কট নিরসন সম্পর্কিত প্রস্তাব তুলে ধরা হয়।

প্রস্তাবনা হস্তান্তর শেষে হাজ্জাজ উপস্থিত সাংবাদিকদের বলেন, ‘জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ সবার অংশগ্রহণে একটি সুষ্ঠু নির্বাচন দেখতে চান। পার্টির চেয়ারম্যান সব সময় শান্তি ও গণতন্ত্রের পক্ষে।’

জাপা সূত্রে জানা গেছে, সংবিধানের মধ্য থেকে প্রধানমন্ত্রী পদে শেখ হাসিনাকে বাদ দিয়ে কীভাবে নির্বাচন করা যায় সে বিষয়টি জাতিসংঘের মহাসচিবের কাছে তুলে ধরা হয়েছে।

সূত্র জানায়, এ ফোর সাইজের এক পৃষ্ঠার একটি কাগজে এ প্রস্তাবনা তুলে ধরা হয়েছে। প্রস্তাবনায় নির্বাচন সবার কাছে স্বচ্ছ, গ্রহণযোগ্য এবং সংবিধানের বাইরে যাতে কিছু না হয় সে বিষয়টি তুলে ধরা হয়েছে।

প্রস্তাবনায় প্রধানমন্ত্রীকে বাদ দেওয়া হয়েছে কি না এমন প্রশ্নের জবাবে এরশাদের বিশেষ উপদেষ্টা ববি হাজ্জাজ তার গুলশানের কার্যালয়ে দ্য রিপোর্টকে বলেন, ‘আমি কথাটি এভাবে বলব না। নির্বাচন যাতে সবার কাছে গ্রহণযোগ্য হয় সে বিষয়টি ভেবেই আমাদের চেয়ারম্যান স্যার প্রস্তাব দিয়েছেন। তবে সংবিধানের বাইরে স্যার কিছু লেখেননি।’

(দ্য রিপোর্ট/সাআ/নূরু/এনডিএস/ডিসেম্বর ১০,২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর