thereport24.com
ঢাকা, শনিবার, ৪ জানুয়ারি 25, ২১ পৌষ ১৪৩১,  ৪ রজব 1446

আমি নেতৃত্ব উপভোগ করি : নাসির

২০১৩ ডিসেম্বর ১০ ২০:০৯:২৪
আমি নেতৃত্ব উপভোগ করি : নাসির

দ্য রিপোর্ট প্রতিবেদক : মাহমুদউল্লাহ রিয়াদের পরিবর্তে সহ-অধিনায়ক কে হচ্ছেন? মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের বিসিবি কার্যালয়ে এ প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। কিন্তু কারও নাম এখনও নিশ্চিত হয়নি। তবে নাসির হোসেনকে নিয়েই বেশি ভাবা হচ্ছে। এ ব্যাপারে নাসিরও বলেছেন, ‘আমি নেতৃত্ব উপভোগ করি।’

বুধবার জাতীয় দল ও ‘এ’ দলের মধ্যকার ৩ ম্যাচের টোয়েন্টি২০ চ্যালেঞ্জ সিরিজ শুরু হবে। সিরিজে নামার আগে ২ দলের ক্রিকেটাররা বুধবার শেষদিনের অনুশীলন করেছেন। অনুশীলন শেষে নাসির তার মনের কথা বলে ফেলেছেন। জানিয়েছেন, ‘আমি প্রিমিয়ার লিগে অধিনায়ক ছিলাম। এ দলের অধিনায়ক আগে কখনো হইনি। এবার হয়েছি। এবং জাতীয় দলের বিপক্ষে খেলব। আমি অনূর্ধ্ব-১৫ এবং অনূর্ধ্ব-১৩ দলের অধিনায়ক ছিলাম।’

‘এ’ দলের অধিনায়ক নাসিরকে করার একটি উদ্দেশ্য আছে। তাকে ঝালিয়ে নেওয়াই বিসিবির পরিকল্পনা। নাসির সহ-অধিনায়ক হলে কতটা কী করতে পারবেন তা দেখবে ক্রিকেট অপারেশন্স কমিটির কমকর্তারা। বিশেষ করে আকরাম খান। তাই ‘এ’ দলের নেতৃত্বে এবার মাহমুদউল্লাহকে না দিয়ে নাসিরকে দেওয়া হয়েছে। নাসির অবশ্য এগুলো নিয়ে ভাবছেন না, ‘আমাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে আমি চেষ্টা করবো পুরোপুরি শতভাগ তা পালন করতে। সুযোগ কি আছে না আছে এসব নিয়ে ভাবছি না। সহ-অধিনায়কের ব্যাপারে আমার সঙ্গে কারো কথা হয়নি। যদি পেয়ে যাই তাহলে তো পেয়েই গেলাম।’

(দ্য রিপোর্ট/এমএ/এএস/সিজি/ডিসেম্বর ১০, ২০১৩)

পাঠকের মতামত:

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর