thereport24.com
ঢাকা, শনিবার, ৪ জানুয়ারি 25, ২১ পৌষ ১৪৩১,  ৪ রজব 1446

চলে গেছে উইন্ডিজ

২০১৩ ডিসেম্বর ১০ ২০:১৭:৪১
চলে গেছে উইন্ডিজ

দ্য রিপোর্ট প্রতিবেদক : অনেক চেষ্টা করেও ওয়েস্ট ইন্ডিজ অনূর্ধ্ব-১৯ দলকে রাখা যায়নি। চলে গেছে তারা। এক ম্যাচ খেলেই ৭ ম্যাচের ওয়ানডে সিরিজ শেষ করেছে।

মঙ্গলবার দুপুরে ওয়েস্ট ইন্ডিজের বিমানে চড়ে দেশে ফিরে যাচ্ছে যুব দলের ক্রিকেটাররা। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন এ নিয়ে বলেছেন, ‘তাদের যাওয়াটা খুবই দুঃখজনক। অনেক চেষ্টা করা হয়েছে তাদের রাখার জন্য। কিন্তু পারা যায়নি। সিইও পর্যায়ে ভালো যোগাযোগও হয়েছে। কিন্তু ওয়েস্ট ইন্ডিজ অনূর্ধ্ব-১৯ দলের ক্রিকেটারদের পরিবাররা শঙ্কায় রয়েছে। এজন্য ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডও নিরুপায় হয়ে যায়। শেষপর্যন্ত চলেই গেছে ওয়েস্ট ইন্ডিজ অনূর্ধ্ব-১৯ দলের ক্রিকেটাররা।’

একটি ওয়ানডে হওয়ার পর দ্বিতীয় ওয়ানডে হওয়ার কথা রবিবার। কিন্তু আগেরদিন রাতে চট্টগ্রামে যে হোটেলে ওয়েস্ট ইন্ডিজ যুবদল ছিল; সেই হোটেল আগ্রাবাদের সামনে ককটেল বোমা বিস্ফোরণ হয়েছে। এতে ভীত হয়ে ওঠে দলের সদস্যরা। ফলে তারা দ্বিতীয় ওয়ানডে খেলতেও যায়নি। সোমবার সেই ম্যাচটি হওয়ার কথা থাকলেও ক্যারিবিয়রা খেলেনি। মঙ্গলবার সকালে তারা ঢাকায় এসে দুপুরেই ওয়েস্ট ইন্ডিজ যাওয়ার বিমানে চড়ে।

(দ্য রিপোর্ট/এমএ/এএস/সিজি/ডিসেম্বর ১০, ২০১৩)

পাঠকের মতামত:

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর