thereport24.com
ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি 25, ২৮ পৌষ ১৪৩১,  ১১ রজব 1446

সিনিয়র নেতাদের সঙ্গে খালেদা জিয়ার বৈঠক শেষ

২০১৩ ডিসেম্বর ১০ ২০:৩৭:৪০
সিনিয়র নেতাদের সঙ্গে খালেদা জিয়ার বৈঠক শেষ

দ্য রির্পোট প্রতিবেদক : বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া দলের সিনিয়র নেতাদের সঙ্গে বৈঠক শেষ করেছেন। গুলশানে খালেদা জিয়ার বাসভবনে মঙ্গলবার রাত ৮টা থেকে পৌনে ১০টা পর্যন্ত এ বৈঠক চলে।

বৈঠকে দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দাকার মোশাররফ হোসেন, ড. আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান, ভাইস চেয়ারম্যান শমসের মবিন চৌধুরী, চেয়ারপারসনের উপদেষ্টা ড. ওসমান ফারুকসহ অন্যান্য সিনিয়র নেতারা উপস্থিত ছিলেন।

দলীয় সূত্রে জানা গেছে, চলমান রাজনৈতিক সংকট নিয়ে জাতিসংঘের উদ্যোগে মঙ্গলবার দুপুরে সরকারি দলের সাধারণ সম্পাদকের সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের বৈঠকের অগ্রগতি জানতে এবং এ ব্যাপারে পরবর্তী করণীয় নির্ধারণ করতে দলের প্রধান সিনিয়র নেতাদের নিয়ে বৈঠকে বসেন।

দলীয় প্রধানের সঙ্গে বৈঠকে বসার আগে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দলের কয়েকজন সিনিয়র নেতাদের সঙ্গে বৈঠক করেন। এ সময় উপস্থিত ছিলেন স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ড. আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান, ভাইস চেয়ারম্যান শমসের মবিন চৌধুরী, চেয়ারপারসনের উপদেষ্টা ড. ওসমান ফারুক ও সাবিহ উদ্দিন আহমেদ।

(দ্য রিপোর্ট/টিএস-এমএইচ/এমএইচও/ডিসেম্বর ১০, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর