thereport24.com
ঢাকা, শুক্রবার, ১০ জানুয়ারি 25, ২৭ পৌষ ১৪৩১,  ১০ রজব 1446

উ. কোরিয়া ‘সন্ত্রাসীর রাজ্য’: দ. কোরিয়া

২০১৩ ডিসেম্বর ১০ ২০:৪৭:০৯
উ. কোরিয়া ‘সন্ত্রাসীর রাজ্য’: দ. কোরিয়া

দ্য রিপোর্ট ডেস্ক : উত্তর কোরিয়া ক্রমেই সন্ত্রাসীর রাজ্যে পরিণত হচ্ছে বলে মন্তব্য করেছেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট পার্ক জেন-হে। দেশটিতে অন্যতম ক্ষমতাবান নেতাকে অপসারণ করার পর উভয় দেশের মধ্যকার সম্পর্ক অস্থিতিশীল হতে পারে বলেও সতর্ক করেছেন তিনি। খবর বিবিসির।

এর আগে সোমবার উত্তর কোরিয়ার প্রধান নেতা কিম জং-উনের ফুফা চ্যাং সং-থেককে সরকারি পদ থেকে অব্যাহতি দেওয়া হয়।

এ ঘটনাটিকে অনেকে ২০১১ সালের ডিসেম্বরে দেশটির প্রধান নেতা ও উনের বাবা কিম জং-ইলের মৃত্যুর পর সবচেয়ে উল্লেখযোগ্য ঘটনা হিসেবে চিহ্নিত করেছেন।

দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট পার্ক বলেন, ‘উত্তর কোরিয়া ক্রমেই সন্ত্রাসীর রাজ্যে পরিণত হচ্ছে। কিম জং-উনের শাসনকালে অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তিকে অপসারণের ঘটনা এরই ইঙ্গিত দিচ্ছে।’

তিনি আরো বলেন, ‘দক্ষিণ-উত্তর কোরিয়া সম্পর্ক এখন থেকে আরো অস্থিতিশীল হয়ে গেল।’

গত সোমবার উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম কেসিএনএ জানায়, দুর্নীতির অভিযোগে চ্যাংকে বরখাস্ত করা হয়েছে।

(দ্য রিপোর্ট/এসকে/ডিসেম্বর ১০, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

বিশ্ব এর সর্বশেষ খবর

বিশ্ব - এর সব খবর