thereport24.com
ঢাকা, শুক্রবার, ২০ ডিসেম্বর ২০২৪, ৬ পৌষ ১৪৩১,  ১৮ জমাদিউস সানি 1446

সবচেয়ে খারাপ পোশাকের সেলিব্রেটি মিলে সাইরাস

২০১৩ ডিসেম্বর ১০ ২১:০৮:৪৮
সবচেয়ে খারাপ পোশাকের সেলিব্রেটি মিলে সাইরাস

দ্য রিপোর্ট ডেস্ক : ২০১৩ সালের সবচেয়ে খারাপ পোশাকের সেলিব্রেটিদের তালিকার শীর্ষে আছেন গায়িকা মিলে সাইরাস। আর দ্বিতীয় স্থনে আছেন রিয়েলেটি টিভি স্টার কিম কারদাসিয়ান। জনপ্রিয় টাইমস মেগাজিন মঙ্গলবার এ তালিকা প্রকাশ করে। খবর এনডিটিভির।

গত সেপ্টেম্বরে মিলে সাইরাস এমটিভির একটি ভিডিও মিউজিক অ্যাওয়ার্ডে নোড-কালার্ড লেটেক্স টু-পিস জামা পরে মঞ্চে ওঠায় তাকে খারাপ পোশাকের প্রথম অবস্থানে রাখে টাইমস মেগাজিন।

এছাড়াও এ বছরের শুরুতেই একটি অনুষ্ঠানের মঞ্চে পোশাক দিয়ে নিজের বেবি বাম্প ঢাকার চেষ্টা করায় দ্বিতীয় অবস্থানে রাখা হয়েছে কারদেসিয়ানকে। আর গত অসকার অনুষ্ঠানে ফেকাসে গোলাপি প্রাদা পোশাক পরায় আন্নে হাতাওয়েকে তৃতীয় খারাপ পোশাকধারী হিসেবে মনোনীত করেছে টাইমস ম্যাগাজিনটি।

(দ্য রিপোর্ট/এআইএম/এনডিএস/ডিসেম্বর ১০, ২০১৩)

পাঠকের মতামত:

SMS Alert

জলসা ঘর এর সর্বশেষ খবর

জলসা ঘর - এর সব খবর