thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি 25, ৩ মাঘ ১৪৩১,  ১৬ রজব 1446

‌কেন্দ্রীয় কারাগারের সামনে নিরাপত্তা জোরদার

২০১৩ ডিসেম্বর ১০ ২১:৫৫:৪৭
‌কেন্দ্রীয় কারাগারের সামনে নিরাপত্তা জোরদার

দ্য রিপোর্ট প্রতিবেদক : কাদের মোল্লার ফাঁসি রায় কার্যকর করা নিয়ে কেন্দ্রীয় কারাগারের সামনে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

কেন্দ্রীয় কারাগার এলাকার সকল রাস্তা বন্দ করে দেওয়া হয়েছে। সেখানে অতিরিক্ত পুলিশ ও র‌্যাব সদস্য মোতায়েন করা হয়েছে।

এ বিষয়ে লালবাগ জোনের ডিসি হারুনুর রশিদ বলেন, ‘কাদের মোল্লার ফাঁসি নিয়ে জামায়াত-শিবির নাশকতা সৃষ্টি করতে পারে। এ কারণে ওই এলাকায় পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে।’

তিনি আরো বলেন, ‘বর্তমানে ওই এলকায় পুলিশের ১০ থেকে ১২ প্লাটুন সদস্য মোতয়েন করা হয়েছে এবং একটি সাজোয়াযানও প্রস্তুত রাখা হয়েছে।’

সরেজমিনে দেখা যায়, কেন্দ্রীয় কারাগারের আশপাশের সকল বিল্ডিংয়ের ছাদে পুলিশ অবস্থান করছে। পাশাপাশি সাদা পোশাক পরিহিত গোয়েন্দা বাহিনীও তৎপর রয়েছে।

(দ্য রিপোর্ট/ডি/এমসি/এমএআর/ডিসেম্বর ১০. ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর