thereport24.com
ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি 25, ২৮ পৌষ ১৪৩১,  ১১ রজব 1446

কাদের মোল্লার ফাঁসির রায় কার্যকর স্থগিত

২০১৩ ডিসেম্বর ১০ ২২:২৪:২১
কাদের মোল্লার ফাঁসির রায় কার্যকর স্থগিত

দ্য রিপোর্ট প্রতিবেদক : চেম্বার জজ আদালতের বিচারক সৈয়দ মাহমুদ হোসেনের আদেশের পরিপ্রেক্ষিতে জামায়াত নেতা কাদের মোল্লার ফাঁসির রায় বুধবার সকাল সাড়ে ১০টা পর্যন্ত স্থগিত করা হয়েছে।

জেলসুপার ফরমান আলী বুধবার রাত ১২টা ১০ মিনিটে জেলগেটে উপস্থিত সাংবাদিকদের বলেন, আদালতের স্থগিতাদেশের কারণে বুধবার সকাল সাড়ে ১০টা পর্যন্ত এ রায় কার্যকর করা হচ্ছে না।

অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এম কে রহমান এ প্রসঙ্গে জানান, বুধবার প্রধান বিচারপতির নেতৃত্বে আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে স্থগিতাদেশের ওপর শুনানি হবে। আমরা শুনানিতে অংশ নেবো।

কাদের মোল্লার আইনজীবী ব্যারিস্টার আব্দুর রাজ্জাক স্থগিতাদেশের কপি জেলসুপারের কাছে জমা দিয়ে সেখানে ‍উপস্থিত সাংবাদিকদের বলেন, স্থগিতাদেশের কপি জেলসুপার ফরমান আলীর মাধ্যমে আইজিপির প্রিজনের কাছে পাঠানো হয়েছে। এতে বোঝা যায়, বুধবার সকাল সাড়ে ১০টার মধ্যে এ রায় কোনভাবেই কার্যকর করা সম্ভব নয়।

এর আগে, কাদের মোল্লার আইনজীবী অ্যাডভোকেট ফরিদ উদ্দিন খান জেলগেটে উপস্থিত সাংবাদিকদের জানান, ব্যারিস্টার আব্দুর রাজ্জাকের নেতৃত্বে কাদের মোল্লার আইনজীবীরা চেম্বার জজ আদালতের বিচারক সৈয়দ মাহমুদ হোসেনের কাকরাইলের বাসভবনে মঙ্গলবার রাত ৮টার দিকে যান। তারা চেম্বার জজের কাছে মৃত্যুদণ্ডাদেশ স্থগিত করার আবেদন করেন। রাত ১০টার কিছু পরে চেম্বার জজ রায় কার্যকরের আদেশ স্থগিত করেন। এরপর তারা স্থগিতাদেশের কপি নিয়ে কারাগারের উদ্দেশে রওনা হন।

ব্যারিস্টার আব্দুর রাজ্জাকের সঙ্গে এসময় আরো উপস্থিত ছিলেন অ্যাডভোকেট ফরিদ উদ্দিন খান, ব্যারিস্টার নাজিব মোবেন। তারা স্থগিতাদেশের কপি নিয়ে রাত ১১টায় কারাগারে প্রবেশ করেন।

এদিকে, কাদের মোল্লার ফাঁসির রায় কার্যকর স্থগিত প্রসঙ্গে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বলেন, তিনি এ বিষয়ে কিছুই জানেন না।

এর আগে সিনিয়র জেল সুপার ফরমান আলী দ্য রিপোর্ট প্রতিবেদককে ফোনে জানান, স্থগিতাদেশের কপি নির্ধারিত সময়ে না পৌঁছালে আমাদের আর কিছুই করার থাকবে না।

(দ্য রিপোর্ট/কেজেএন/এমএআর/ডিসেম্বর ১০, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর