thereport24.com
ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি 25, ২৮ পৌষ ১৪৩১,  ১১ রজব 1446

বুধবার জামায়াতের সকাল-সন্ধ্যা হরতাল

২০১৩ ডিসেম্বর ১১ ০০:৫৫:৪৩
বুধবার জামায়াতের সকাল-সন্ধ্যা হরতাল

দ্য রিপোর্ট প্রতিবেদক : বুধবার সারাদেশে সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে জামায়াতে ইসলামী। দলটির সহকারী সেক্রেটারে জেনারেল আব্দুল কাদের মোল্লাকে ‘সরকার রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করার জন্য সুপরিকল্পিতভাবে হত্যার সিদ্ধান্ত নিয়েছে’ এমন অভিযোগে এবং তার নি:শর্ত মুক্তির দাবিতে এ কর্মসূচি দিয়েছে জামায়াত।

বুধবার মধ্যরাত ১২টা ৩৩ মিনিটে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল ডা. শফিকুর রহমান এ হরতাল কর্মসূচির ঘোষণা দেন।

বিবৃতিতে তিনি অভিযোগ করেন, ‘সরকার সংবিধান, সুপ্রিম কোর্ট রুলস, জেলকোড ও সার্বজনীন মানবাধিকারকে ভুলুণ্ঠিত করে সুপরিকল্পিতভাবে আব্দুল কাদের মোল্লাকে হত্যার সিদ্ধান্ত ঘোষণা করেছে।

যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, জাতিসংঘ, হিউম্যান রাইটস্ ওয়াচ, এশিয়ান হিউম্যান রাইটস্ কমিশন এবং ব্রিটিশ সিনিয়র পররাষ্ট্রমন্ত্রী মৃত্যুদণ্ডাদেশ স্থগিত করার আহ্বান জানিয়েছেন। সরকার তা তোয়াক্ক না করে ও আব্দুল কাদের মোল্লার সাংবিধানিক অধিকার রিভিউ করার সুযোগ না দিয়ে তাকে হত্যা করে দেশের আইন, সংবিধান ও মানবাধিকারকেই হত্যা করার সিদ্ধান্ত ঘোষণা করেছে।’

ডা. শফিকুর বলেন, ‘মাননীয় চেম্বার জজ মৃত্যুদণ্ডের কার্যকরিতা বুধবার সকাল সাড়ে ১০টা পর্যন্ত স্থগিত ঘোষণা করেছেন। আমরা সুস্পষ্টভাবে সরকারকে বলতে চাই, রাজনৈতিক ফায়দা হাসিলের উদ্দেশ্য আব্দুল কাদের মোল্লাকে হত্যার প্রয়াস চালানো হলে তা বাংলাদেশসহ সমগ্র বিশ্বে একটি নিকৃষ্ট পরিকল্পিত রাজনৈতিক হত্যাকাণ্ড হিসেবে চিহ্নিত হয়ে থাকবে।’

(দ্য রিপোর্ট/কেএ/জেএম/ডিসেম্বর ১১, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর