thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১,  ২৪ জমাদিউল আউয়াল 1446

‘বিএনপি নির্বাচন চায় না, যুদ্ধাপরাধীদের মুক্তি চায়’

২০১৩ ডিসেম্বর ১১ ০২:০৩:২৭
‘বিএনপি নির্বাচন চায় না, যুদ্ধাপরাধীদের মুক্তি চায়’

ঢাবি প্রতিবেদক : বর্তমান সরকারের অধীনে বিএনপি নির্বাচন চায় না, তত্ত্বাবধায়ক সরকারের সমর্থনের মাধ্যমে যুদ্ধাপরাধীদের মুক্তি চায় বলে অভিযোগ করেছেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী রাশেদ খান মেনন। কেন্দ্রীয় শহীদ মিনারে মঙ্গলবার দুপুরে স্বাধীনতা বিরোধী জামায়াত-শিবির ও তাদের দোসরদের নাশকতা প্রতিরোধে মুক্তিযোদ্ধা-জনতা সমাবেশে তিনি এ কথা বলেন।

মেনন বলেন, ‘বিএনপি নির্বাচন চায় না, তারা যুদ্ধাপরাধীদের মুক্তি চায়। সরকার যখন যুদ্ধাপরাধীদের ফাঁসির রায় কার্যকর করতে যাচ্ছে তখন তারা জামায়াত-শিবিরের নৈরাজ্যকর হরতাল ও ধ্বংসাত্মক কর্মকাণ্ডের সমর্থন দিচ্ছে।’

তিনি বলেন, ‘আমরা একাত্তরের রাজাকারদের পরাজিত করেছিলাম কিন্তু তাদের বিষদাঁত ভাঙ্গতে পারিনি। তারা বিএনপির ছত্রছায়ায় এদেশে আবার তাদের ঘাঁটি গড়ে তুলেছে।’

দেশের মানুষের মধ্যে ঐক্য না থাকলে বাংলাদেশ মুক্তিযোদ্ধা বিরোধীদের হাতে চলে যাবে বলেও মনে করেন তিনি।

প্রধান অতিথির বক্তব্যে সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী বলেন, ‘স্বাধীনতাপক্ষের শক্তির বিভক্তির কারণেই জামায়াত-শিবির মাথা চাড়া দিয়ে উঠছে। যারা সারাদেশে তাণ্ডবসহ মুক্তিযোদ্ধাদের হত্যা করছে, এদেশে তাদের জায়গা হতে পারে না।’

ঐক্যবদ্ধভাবে জামায়াত-শিবিরকে মোকাবেলার আহবান জানিয়ে সাজেদা বলেন, ‘যারা আমাদের সংস্কৃতি, ভাষা ও ইতিহাস ধ্বংস করতে চাচ্ছে তাদের ঐক্যবদ্ধ হয়ে মোকাবেলা করতে হবে।’

তথ্য ও সংস্কৃতিমন্ত্রী হাসানুল হক ইনু বলেন, ‘একাত্তরের যুদ্ধ এখনও শেষ হয়নি, এ যুদ্ধ এখনও চলছে। যারা নির্বাচন বর্জন করে রেলপথে নাশকতা, বাসে আগুন, মানুষ হত্যাসহ নৈরাজ্যমূলক কাজ করছে, তারা পাকিস্তানের পথ ধরেছে, একাত্তরে যাদের পরাজিত করেছিলাম এবারও তাদের উচ্ছেদ করতে হবে।’

তিনি বলেন, ‘দেশে দুইটি পথ আছে। একটা হল পাকিস্তান-আফগানিস্তানের পথ, আরেকটা হল বাংলাদেশের পথ। পথ বেছে নেওয়ার দায়িত্ব তাদেরই।’

নৌ ও পরিবহনমন্ত্রী শাহজাহান খান এমপি বলেন, ‘তারা তত্ত্বাবধায়ক সরকারের সহযোগিতায় রাজাকারদের ছাড়িয়ে নিতে চাচ্ছে। তারা সংখ্যালঘুদের ওপর হামলা করে দেশে আতঙ্ক ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছে।’

সমাবেশে বিভিন্ন এলাকা থেকে মুক্তিযোদ্ধাদের ব্যানারে আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ-সংগঠন কেন্দ্রীয় শহীদ মিনারে অংশগ্রহণ করে।

মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন মঞ্চের দেশব্যাপী বিভিন্ন কর্মসূচি প্রদানের মধ্য দিয়ে এ সমাবেশ শেষ হয়।

(দ্য রিপোর্ট/জেএইচ/এমসি/এমএআর/ডিসেম্বর ১০, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর