thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি 25, ৩ মাঘ ১৪৩১,  ১৬ রজব 1446

বিনোদপুরে আ.লীগ অফিসে আগুন, প্রতিবাদে মিছিল

২০১৩ ডিসেম্বর ১১ ০২:৩০:৪৮
বিনোদপুরে আ.লীগ অফিসে আগুন, প্রতিবাদে মিছিল

রাবি প্রতিবেদক : রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পাশে বিনোদপুরে আওয়ামী লীগ অফিসে আগুন দিয়েছে শিবিরকর্মীরা। মঙ্গলবার রাত ১১টার সময় এ ঘটনা ঘট। এসময় পাঁচটি দোকান ঘরেও আগুন দেয় তারা।

প্রত্যক্ষদর্শীরা জানায়, কাদের মোল্লার রায় কার্যকর করাকে কেন্দ্র করে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পাশে বিনোদপুরে আওয়ামী লীগের ৩০ নং ওয়ার্ড অফিস আগুন ধরিয়ে দেয় শিবিরকর্মীরা। এছাড়া অফিসের পাশের পাঁচটি দোকানেও আগুন দেয় তারা। ফায়ার সার্ভিস খবর পেয়ে ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে অফিসের আসবাবপত্রসহ দোকানের মালামাল পুড়ে যায়।

শিবিরকর্মীরা এ সময় কয়েকটি হাতবোমার বিস্ফোরণ ঘটায়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই তারা পালিয়ে যায়।

এদিকে, আওয়ামী লীগ অফিসে আগুন দেওয়ার প্রতিবাদে মিছিল ও সমাবেশ করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ। বিনোদপুর থেকে মিছিলটি শুরু হয়ে ক্যাম্পাসে এক সংক্ষিপ্ত সমাবেশের মধ্যে তা শেষ হয়।

সমাবেশে রাবি শাখ ছাত্রলীগ সভাপতি রানা বলেন, জামাত-শিবিরের সন্ত্রাসীরা এই আগুন লাগিয়েছে। আমরা দ্রুত ওই সন্ত্রাসীদের গ্রেফতারের দাবি জানাচ্ছি।

রাজশাহী মহানগর পুলিশ কমিশনার (পূর্ব জোন) প্রলয় চিসিম জানান, রাতে জামায়াত-শিবিরকর্মীরা আকস্মিকভাবে বিনোদপুর বাজারের আওয়ামী লীগ অফিসে আগুন দিয়েছে। আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। তবে এখন পর্যন্ত কাউকে আটক করা যায়নি।

তিনি আরো জানান, বিনোদপুর এলাকায় অভিযান চলছে।

(দ্য রিপোর্ট/এমএএ/এমএআর/ডিসেম্বর ১১, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর