thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি 25, ৩ মাঘ ১৪৩১,  ১৬ রজব 1446

রাঙ্গামাটিতে বুধবার সকাল-সন্ধ্যা হরতাল

২০১৩ ডিসেম্বর ১১ ০২:৫৭:৫৫
রাঙ্গামাটিতে বুধবার সকাল-সন্ধ্যা হরতাল

রাঙ্গামাটি সংবাদদাতা : রাঙ্গামাটিতে বুধবার সকাল-সন্ধ্যা হরতালের ডাক দিয়েছে জেলা ছাত্র শিবির। আদালত থেকে জামিন পাওয়ার পর রাঙ্গামাটি জেলা ছাত্র শিবিরের সভাপতি মোছলেম উদ্দীনকে পুনরায় জেল গেট থেকে গ্রেফতারের প্রতিবাদে এই হরতালের ডাক দেয় সংগঠনটি।

শিবিরের রাঙ্গামাটি জেলা সাধারণ সম্পাদক নূর মোহাম্মদ দ্য রিপোর্টকে জানান, জেলা শিবিরের সভাপতিকে পুনরায় গ্রেফতার করার প্রতিবাদে বুধবার সকাল-সন্ধ্যা হরতালের কর্মসূচি দেওয়া হয়েছে।

উল্লেখ্য, ২ ডিসেম্বর রাঙ্গামাটিতে ভাঙচুরের মামলায় শিবির সভাপতিকে আটক করা হয়। রাঙ্গামাটি আদালত থেকে ১০ ডিসেম্বর ভাঙচুরের মামলায় শিবির সভাপতি জামিন পেলেও রাঙ্গামাটির কাউখালী উপজেলায় অ্যাম্বুলেন্স পোড়ানোর আরেকটি নতুন্ মামলায় আসামি হিসেবে গ্রেফতার করে পুলিশ।

(দ্য রিপোর্ট/এমএ/এমএইচও/জেএম/ডিসেম্বর ১০, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর