thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি 25, ৩ মাঘ ১৪৩১,  ১৬ রজব 1446

কুষ্টিয়ায় ছাত্রলীগ অফিসে আগুন, ককটেল বিস্ফোরণ

২০১৩ ডিসেম্বর ১১ ০৪:১৩:৪৮
কুষ্টিয়ায় ছাত্রলীগ অফিসে আগুন, ককটেল বিস্ফোরণ

প্রত্যক্ষদর্শীরা জানান, একটি মোটরসাইকেলযোগে তিনজন যুবক এসে প্রথমে সদর উপজেলা ছাত্রলীগের অফিস লক্ষ্য করে কয়েকটি ককটেল ছুড়ে মারে। এর কিছুক্ষণ পর তারা ঐ অফিসে আগুন ধরিয়ে দেয়। এতে ঐ অফিস পুড়ে সম্পুর্ণরূপে ভস্মীভুত হয়ে যায়। এসময় ঐ অফিসে কেউ ছিল না। পরে ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটাস্থলে উপস্থিত হয়ে আগুন নেভায়।

কুষ্টিয়া জেলা ছাত্রলীগের সভাপতি আলী মুর্তজা খসরু বলেন, জামায়াত-শিবিরের ক্যাডাররা এ নাশকতা চালিয়েছে।

কুষ্টিয়া মডেল থানার অফিসার ইনচার্জ বেলায়েত হোসেন বলেন, দুর্বৃত্তরা ছাত্রলীগের অফিস আগুন দিয়ে পুড়িয়েছে। ঘটনাস্থল থেকে ককটেলের খোসা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় কেউ আহত হয়নি। এদিকে ঘটনার পরপরই র‌্যাব ও পুলিশের কেন্দ্রীয় নেতারা ঘটনাস্থল পরিদর্শন করেছে।

(দ্য রিপোর্ট/ডিডি/জেএম/ডিসেম্বর ১১, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর