thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি 25, ৩ মাঘ ১৪৩১,  ১৬ রজব 1446

নড়াইলে নির্বাহী কর্মকর্তার বাসভবনে বোমা বিস্ফোরণ

২০১৩ ডিসেম্বর ১১ ০৪:৫৩:২০
নড়াইলে নির্বাহী কর্মকর্তার বাসভবনে বোমা বিস্ফোরণ

নড়াইল সংবাদদাতা : সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহ আবদুল সাদীর সরকারি বাসভবনে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। মঙ্গলবার রাত সাড়ে ৯টায় এ ঘটনা ঘটে।

নড়াইলের সহকারী পুলিশ সুপার মাছুম আহম্মদ ভূঞা দ্য রিপোর্টকে ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বোমা বিস্ফোরণে হতাহতের কোনো ঘটনা ঘটেনি। দুর্বৃত্তদের আটকের চেষ্টা করা হচ্ছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহ আবদুল সাদী দ্য রিপোর্টকে জানান, রাত সাড়ে ৯টার দিকে ভবনের পূর্বপাশের বারান্দায় হঠাৎ করে বিকট শব্দে কেঁপে ওঠে। পরে থানা পুলিশকে বিষয়টি অবহিত করলে পুলিশ এসে বারান্দা থেকে বোমার স্প্লিন্টার উদ্ধার করে। বোমার আঘাতে বারান্দার গ্রিল ক্ষতিগ্রস্থ হয়েছে।

(দ্য রিপোর্ট/এএস/এমএইচও/জেএম/ডিসেম্বর ১০, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর