thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি 25, ৩ মাঘ ১৪৩১,  ১৬ রজব 1446

সাবেক প্রতিমন্ত্রীর বাসায় বোমা হামলা

২০১৩ ডিসেম্বর ১১ ০৬:৪০:৩৭
সাবেক প্রতিমন্ত্রীর বাসায় বোমা হামলা

রাজশাহী সংবাদদাতা : নগরীর সাগরপাড়া এলাকায় সাবেক শিল্প প্রতিমন্ত্রী ওমর ফারুক চৌধুরী এমপির বাসভবনে হামলা চালিয়েছে জামায়াত-শিবিরকর্মীরা। মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে এ হামলা চালানো হয়। এসময় তারা সাবেক প্রতিমন্ত্রীর বাড়িতে বেশ কয়েকটি হাতবোমা ও পেট্রোল বোমা নিক্ষেপ করে।

এছাড়া নগরীর সাগরপাড়া বটতলা মোড়ে দোকানপাট ভাঙচুর, অগ্নিসংযোগসহ বেশ কয়েকটি বাড়িতে ইট-পাটকেল নিক্ষেপ করে জামায়াত-শিবিরকর্মীরা।

বোয়ালিয়া থানার ওসি জিয়াউর রহমান জিয়া বলেন, জামায়াত-শিবিরকর্মীরা সাগরপাড়া মোড় থেকে মিছিল বের করে সাবেক শিল্প প্রতিমন্ত্রী ওমর ফারুক চৌধরীর বাস ভবনে হামলা চালায়। এসময় তারা তিনটি হাত বোমা ও দুইটি পেট্রোল বোমা নিক্ষেপ করে। তবে এ সময় সাবেক প্রতিমন্ত্রী বাসায় ছিলেন না।

তিনি আরো বলেন, পরে তারা সাগারপাড়া বটতলা মোড়ে কয়েকটি দোকান ভাঙচুর করে এবং বাইরে থাকা টেবিল-চেয়ারে আগ্নিসংযোগ করে।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে ফাঁকা গুলি ছুড়লে তারা ছত্রভঙ্গ হয়ে যায়।এদিকে দৈনিক সানশাইন অফিসের সামনে এবং নগরীর বেশ কয়েকটি মোড়ে জামায়াত-শিবিরকর্মীরা বোমার বিস্ফোরণ ঘটায়।

(দ্য রিপোর্ট/বিএইচএল/এমএআর/ডিসেম্বর ১১, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর