thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি 25, ৩ মাঘ ১৪৩১,  ১৬ রজব 1446

বুধবার দিনাজপুরে সকাল-সন্ধ্যা হরতাল

২০১৩ ডিসেম্বর ১১ ০৬:৫০:২১
বুধবার দিনাজপুরে সকাল-সন্ধ্যা হরতাল

দিনাজপুর সংবাদদাতা : অবরোধ ও হরতাল চলাকালে পুলিশি নির্যাতনের প্রতিবাদে বুধবার দিনাজপুরে সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে ১৮ দল।

দিনাজপুর জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হাসানুজ্জামান উজ্জ্বল জানান, মঙ্গলবার সকাল ১১টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত দিনাজপুরের নিমনগর বাসস্ট্যান্ড এলাকায় ১৮ দলের অবরোধে পুলিশ হামলা চালায়। এ ঘটনায়

গুলিবিদ্ধসহ ১৮ দলের প্রায় শতাধিক নেতাকর্মী আহত হয়। পুলিশ এ সময় বেশ কয়েকজনকে আটক করে।

ওই ঘটনায় মঙ্গলবার বিকেল ৪টায় ১৮ দলের নেতাকর্মীরা নিজেদের মধ্যে এক বৈঠক করে। বৈঠক শেষে পুলিশি নির্যাতনের প্রতিবাদে হরতালের ডাক দেওয়া হয় বলে জানান তিনি।
(দ্য রিপোর্ট/এমআর/এমএআর/ডিসেম্বর ১১, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর