thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি 25, ৩ মাঘ ১৪৩১,  ১৬ রজব 1446

রাঙ্গামাটিতে বুধবার শিবিরের হরতাল

২০১৩ ডিসেম্বর ১১ ০৭:০০:২০
রাঙ্গামাটিতে বুধবার শিবিরের হরতাল

রাঙ্গামাটি সংবাদদাতা : জামিনে বের হওয়ার পর আবারও জেলগেট থেকে শিবির নেতাকে গ্রেপ্তারের প্রতিবাদে বুধবার জেলায় সকাল-সন্ধ্যা হরতালের ডাক দিয়েছে সংগঠনটি।

জেলা ছাত্র শিবিরের সভাপতি মোছলেম উদ্দীনকে ভাঙচুরের মামলায় ২ ডিসেম্বর গ্রেপ্তার করা হয়। মঙ্গলবার ওই মামলায় আদালত থেকে তিনি জামিন পান। কিন্তু কাউখালী উপজেলায় অ্যাম্বুলেন্স পোড়ানোর আরেকটি মামলায় আসামি হিসেবে তাকে গ্রেপ্তার করে পুলিশ।

শিবিরের রাঙ্গামাটি জেলা সাধারণ সম্পাদক নূর মোহাম্মদ জানান, জেলা শিবিরের সভাপতিকে পুনরায় অন্যায়ভাবে গ্রেপ্তার করার প্রতিবাদে বুধবার সকাল-সন্ধ্যা হরতালের কর্মসূচি দিয়েছে সংগঠনটি।

(দ্য রিপোর্ট/এমএ/এমএআর/ডিসেম্বর ১১, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর