thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি 25, ৩ মাঘ ১৪৩১,  ১৬ রজব 1446

সাতক্ষীরায় দুর্বৃত্তদের হামলায় আহত আ.লীগ কর্মীর মৃত্যু

২০১৩ ডিসেম্বর ১১ ০৮:৪০:১৭
সাতক্ষীরায় দুর্বৃত্তদের হামলায় আহত আ.লীগ কর্মীর মৃত্যু

সাতক্ষীরা সংবাদদাতা : দুর্বৃত্তদের হামলায় আহত সাতক্ষীরা সদর উপজেলার বলাডাঙ্গা গ্রামের ফজর আলীর ছেলে আওয়ামী লীগ কর্মী আব্দুল হামিদ হাসপাতালে বুধবার ভোর সাড়ে ৬টায় মারা গেছেন।

আব্দুল হামিদকে আহত ও সংজ্ঞাহীন অবস্থায় মঙ্গলবার রাত ৯টার দিকে পাঁচরকি এলাকা থেকে উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়।

সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) ইনামুল হক আওয়ামী লীগ কর্মীর মৃত্যুর কথা স্বীকার করে বলেন, আব্দুল হামিদকে কয়েকজন দুর্বৃত্ত মাধবকাটি বাজার থেকে রাত সাড়ে ৮টার দিকে ধরে নিয়ে যায়। রাত ৯টার দিকে পাচরকি এলাকা থেকে তাকে উদ্ধার করা হয়। দুর্বৃত্তদের হামলায় তার বাম হাত ও দু’পা ভেঙ্গে যায়। কি কারণে বা কারা এ ঘটনার সঙ্গে যুক্ত তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানান ওসি।

(দ্য রিপোর্ট/এমআরইউ/জেএম/ডিসেম্বর ১১, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর