thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি 25, ৩ মাঘ ১৪৩১,  ১৬ রজব 1446

খুলনায় পুলিশের উপর জামায়াতের ককটেল বিস্ফোরণ, গুলিবর্ষণ

২০১৩ ডিসেম্বর ১১ ১০:৩৪:৫৬
খুলনায় পুলিশের উপর জামায়াতের ককটেল বিস্ফোরণ, গুলিবর্ষণ

খুলনা সংবাদদাতা : মানবতাবিরোধী অপরাধে জামায়াত নেতা কাদের মোল্লার ফাঁসির কার্যকারিতা বন্ধর দাবিতে বুধবার সকালে খুলনায় জামায়াত শিবির মিছিল করেছে।

মিছিলকারীরা সোনাডাঙ্গা যুব কমপ্লেক্সের সামনে সড়কের উপর কাঠের গুড়ি ও ইট ফেলে সড়ক অবরোধ করে। এ সময় পুলিশ মিছিলকারীদের ছত্রভঙ্গ করতে গুলিবর্ষণ করে।

এ সময় মিছিলকারীদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। মিছিলকারীরা গলি পথে ঢুকে পুলিশের উপর ইটপাটকেল, ককটেল নিক্ষেপ করে। ঘণ্টাব্যাপী এই সংঘর্ষ চলাকালে পুলিশ প্রায় শতাধিক রাউন্ড রবার বুলেট, টিয়ারশেল নিক্ষেপ করে।

সোনাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান ৬০ রাউন্ড গুলি ও তিন রাউন্ড টিয়ারশেল নিক্ষেপের কথা স্বীকার করেন।

জামায়াত –শিবির দাবি করেছে সংঘর্ষে তাদের ১৫ জন আহত হয়েছেন, তাদের মধ্যে গুলিবিদ্ধ ৫ জনের অবস্থা আশঙ্কাজনক।

(দ্য রিপোর্ট/এমএটি/এসবি/ডিসেম্বর ১১, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর