thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ৯ মে 24, ২৫ বৈশাখ ১৪৩১,  ১ জিলকদ  1445

মেহেরপুরে আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ

২০১৩ ডিসেম্বর ১১ ১০:৫০:০৭
মেহেরপুরে আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ

মেহেরপুর সংবাদদাতা : মেহেরপুরে অবরোধের পঞ্চম দিন বুধবার ১০টি ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে ১৮ দলীয় জোটের নেতাকর্মীরা।

বুধবার ভোর থেকে মেহেরপুর-কাথুলী সড়কের কায়েমকাঁটা মোড়, মেহেরপুর-চুয়াডাঙ্গা সড়কের রাজনগর এলাকায় সড়ক অবরোধ করে জোট নেতাকর্মীরা।

মেহেরপুর-চুয়াডাঙ্গা সড়কের রাজনগর এলাকায় জামায়াতের খুলনা বিভাগীয় আঞ্চলিক প্রধান আব্দুল মতিনের নেতৃত্বে সড়কে গাছের গুড়ি ফেলে ও আগুন জ্বালিয়ে অবরোধ করে। এ সময় তারা সেখানে বিক্ষোভ করে।

অবরোধ চলাকালে মহিলা জামায়াত সেখানে লাঠি মিছিল করে।

মেহেরপুর-কাথুলী সড়কের কায়েমকাঁটা মোড় এলাকায় জোটের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল ও আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ করে রাখে। এ সময় অবরোধকারীরা সেখানে কয়েকটি ককটেলের বিস্ফোরণ ঘটায়।

এদিকে অবরোধের কারণে মেহেরপুর থেকে ছেড়ে যায়নি দূরপাল্লা বা অভ্যান্তরীণ রুটের কোনো যানবাহন। এ ছাড়া যে কোনো ধরনের নাশকতা এড়াতে জেলার বিভিন্ন স্থানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রিয়াজুল ইসলাম জানান, সকাল ছয়টায় অবরোধকারীরা গাছের গুলি ফেলে ও আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ করে। এ সময় পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে অবরোধকারীরা চলে যায়।

(দ্য রিপোর্ট/এমআর/এসবি/ডিসেম্বর ১১, ২০১৩)

পাঠকের মতামত:

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর