thereport24.com
ঢাকা, বুধবার, ৮ মে 24, ২৫ বৈশাখ ১৪৩১,  ২৯ শাওয়াল 1445

শাহজাদপুর ও খিলগাঁওয়ে হরতালকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ

২০১৩ ডিসেম্বর ১১ ১০:৫৪:৫৪

দ্য রিপোর্ট প্রতিবেদক : রাজধানীর শাহজাদপুর ও খিলগাঁও এলাকায় হরতালকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে। হরতাল সমর্থকরা পুলিশের পিকআপ ভ্যান ভাঙচুর করে ও আগুন ধরিয়ে দেয়। বুধবার সকাল ৯টা থেকে সাড়ে ৯টায় এ ঘটনা ঘটে।

একই সময় শাহজাদপুরে ৩টি সিএনজিতে অগ্নিসংযোগ ও ২৫টি গাড়ি ভাঙচুর করে পিকেটাররা।

গুলশান থানার এসআই শেখ সোহেল রানা বলেন, সকালে জামায়াত-শিবির কয়েকটি গ্রুপে ভাগ শাহজাদপুর এলাকায় অবস্থান নেয়। এক পর্যায়ে মিছিল বের করে ২০-২৫টি গাড়ি ভাঙচুর করে। এ সময় তিন শিবিরকর্মীকে আটক করেছে পুলিশ। তিনি আটকদের নাম জানাতে পারেননি।

সূত্র জানায়, সকাল সাড়ে ৯টার দিকে রাজধানীর খিলগাঁওয়ে ঢাকা মহানগর পূর্ব শাখা ছাত্রশিবিরের উদ্যোগে হরতাল সমর্থনে মিছিল বের হয়। এই মিছিল থেকে পুলিশের পিকআপভ্যানে আগুন দেওয়া হয়। পাশাপাশি পুলিশের আরেকটি পিকআপ ভ্যান ভাঙচুর করে। এ সময় তারা বেশ কয়েকটি লেগুনায় ভাঙচুর করে। এ সময় পুলিশের রাবার বুলেটে ১০ জন শিবিরকর্মী আহত হয়। শিবিরকর্মী আহতের ঘটনার স্বীকার করেছেন ঢাকা মহানগর পূর্ব শাখা ছাত্রশিবিরের প্রচার সম্পাদক আবদুল কাদের। তিনি দাবি করেন, এসময় পুলিশ ৫ জনকে আটক করেছে।

তবে খিলগাঁও থানার ওসি সিরাজুল ইসলাম এ বিষয়টি অস্বীকার করেন।

(দ্য রিপোর্ট/দীপু/শাহ/এইচএসএম/ডিসেম্বর ১১, ২০১৩)

পাঠকের মতামত:

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর