thereport24.com
ঢাকা, শুক্রবার, ১০ জানুয়ারি 25, ২৭ পৌষ ১৪৩১,  ১০ রজব 1446

মারিজুয়ানা উৎপাদন-ক্রয়-বিক্রয় বৈধ হলো উরুগুয়েতে

২০১৩ ডিসেম্বর ১১ ১১:২৩:০১
মারিজুয়ানা উৎপাদন-ক্রয়-বিক্রয় বৈধ হলো উরুগুয়েতে

দ্য রিপোর্ট ডেস্ক : বিশ্বের প্রথম দেশ হিসেবে মারিজুয়ানা উৎপাদন ও ক্রয়-বিক্রয় বৈধ করে নতুন আইন প্রণয়ন করেছে উরুগুয়ে।

পার্লামেন্টে ১২ ঘণ্টা বিতর্কের পর সিনেটররা এ সংক্রান্ত বিলের চূড়ান্ত অনুমোদন দেন।

এই আইনানুযায়ী নিবন্ধিত উরুগুয়ের নাগরিকরা প্রতিমাসে ১৮ থেকে ৪০ কেজি মারিজুয়ানা কিনতে পারবে। আগামী বছর এপ্রিলের আগেই এই আইন কার্যকর হবে বলে আশা করা যাচ্ছে।

গত জুলাইতে দেশটির পার্লামেন্টের নিম্নকক্ষে এ বিষয়টির অনুমোদন দেওয়া হয়।

এই আইনের মাধ্যমে মাদক পাচারকারীদের নিয়ন্ত্রণ করা সম্ভব হবে বলে আশা করছে সরকার। অন্যদিকে সমালোচকরা বলছে, এই আইনের ফলে অনেক মানুষ মাদকাসক্তের সংখ্যা বাড়বে।

শুরু থেকেই আন্তর্জাতিকভাবে এই আইন নিয়ে সমালোচনা শুরু হয়েছে। আন্তর্জাতিক মাদকদ্রব্য নিয়ন্ত্রণ বোর্ডও (আইএনসিবি) এই আইনের সমালোচনা করেছিল। (সূত্র : বিবিসি)

(দ্য রিপোর্ট/ কেএন/শাহ/ এমডি/ ডিসেম্বর ১১, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

বিশ্ব এর সর্বশেষ খবর

বিশ্ব - এর সব খবর