thereport24.com
ঢাকা, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১,  ২১ জমাদিউস সানি 1446

জনসভার অনুমতি চেয়ে ডিএমপিকে চিঠি

২০১৩ অক্টোবর ২৪ ১৩:৩৬:৫৮
জনসভার অনুমতি চেয়ে ডিএমপিকে চিঠি
দিরিপোর্ট২৪ প্রতিবেদক : বিএনপির নয়াপল্টনের প্রধান কার্যালয়ের সামনে শুক্রবার জনসভা করার অনুমতি চেয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কাছে চিঠি দিয়েছে ১৮ দলীয় জোট।

বৃহস্পতিবার দুপুর ১২টায় জোটের পক্ষ থেকে বিএনপির চিফ হুইপ জয়নুল আবদিন ফারুক ডিএমপির অতিরিক্তি কমিশনার ইব্রাহিম ফাতিমকে চিঠি দেন।

এ সময় আরো উপস্থিত ছিলেন বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি ও বরকতউল্লাহ বুলু।

পরে উপস্থিত সাংবাদিকদের বিএনপির চিফ হুইপ বলেন, দেশের এ সংকটকালে বিএনপিসহ ১৮ দল জনসভা করতে চায়। এ কারণে অনুমতি চেয়ে চিঠি নিয়ে এসেছি। আমরা আশা করি, ডিএমপি অনুমতি দেবে।

বরকতউল্লাহ বুলু বলেন, এর আগে জনসভার অনুমতি চেয়ে নয়াপল্টন, পল্টন ও সোহরাউর্দি উদ্যানের নাম উল্লেখ করা হলেও ডিএমপি আমাদের অনুমতি দেয়নি। আশা করি, এবার তারা আমাদের অনুমতি দেবে।

তিনি আরো বলেন, অনুমতি পেলে শুক্রবার নায়পল্টনে আমরা সভা করবো।

(দিরিপোর্ট২৪/শুভ/এমএআর/অক্টোবর ২৪, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর