thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ৭ জানুয়ারি 25, ২৩ পৌষ ১৪৩১,  ৭ রজব 1446

সূচক ও লেনদেনে ঊর্ধ্বগতি

২০১৩ ডিসেম্বর ১১ ১১:৩৫:২৫
সূচক ও লেনদেনে ঊর্ধ্বগতি

দ্য রিপোর্ট প্রতিবেদক: ঊর্ধ্বমুখী প্রবণতায় বুধবার দেশের উভয় পুঁজিবাজারে লেনদেন শুরু হয়। শুরু থেকে ঊর্ধ্বমুখী প্রবণতায় কিছুটা ধীর গতি লক্ষ্য করা গেলেও টাকার অংকে লেনদেনের পরিমান বাড়ছে। দিনের শুরু থেকে বেশ কয়েকটি স্বল্প মূলধনী কোম্পানির শেয়ার দর সার্কিট ব্রেকারের সর্বোচ্চ সীমায় লেনদেন হতে দেখা গেছে।

দুপুর দেড়টা পর্যন্ত দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ২৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৪৩৫৪ পয়েন্টে। আলোচ্য সময়ে লেনদেন হওয়া ২৮৩টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৮৪টির, কমেছে ৭৬টির এবং অপরিবর্তিত রয়েছে ২৩টি কোম্পানির শেয়ার দর। টাকার পরিমানে লেনদেন হয়েছে ৫০৩ কোটি ২৬ লাখ ৭৮ হাজার টাকা।

মঙ্গলবার দিনশেষে ডিএসইর ব্রড ইনডেক্স ৪৩২৯ পয়েন্টে অবস্থান করে। এদিন ডিএসইতে লেনদেন হয় ৭৪৬ কোটি ৫ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।

অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সাধারণ মূল্য সূচক দেড়টা পর্যন্ত ৫১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৮৫৪২ পয়েন্টে। লেনদেন হওয়া ২১৫টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৩০টির, কমেছে ৫৯টির এবং অপরিবর্তিত রয়েছে ২৬টি কোম্পানির শেয়ার দর। টাকার অংকে লেনদেন হয়েছে ৬৪ কোটি ৮৮ লাখ টাকা।

(দ্য রিপোর্ট/এইচকে/ডিসেম্বর ১১, ২০১৩)

পাঠকের মতামত:

SMS Alert

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর