thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি 25, ৩ মাঘ ১৪৩১,  ১৬ রজব 1446

সিরাজগঞ্জে পিকেটারদের ধাওয়ায় নিহত ১

২০১৩ ডিসেম্বর ১১ ১২:১৫:৫৬
সিরাজগঞ্জে পিকেটারদের ধাওয়ায় নিহত ১

সিরাজগঞ্জ সংবাদদাতা : জামায়াতের ডাকা হরতাল চলাকালে সিরাজগঞ্জের মধ্য ভদ্রঘাটে বুধবার ভোরে পিকেটারদের ধাওয়ায় ট্রাক উল্টে যাওয়ায় এক ব্যক্তি নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরো পাঁচজন। এদিকে ভোরে সিরাজগঞ্জ-কাজীপুর আঞ্চলিক মহাসড়কের খোকশাবাড়ী এবং সিরাজগঞ্জ-রায়গঞ্জ আঞ্চলিক সড়কের বহুলীতে দুটি বেইলি ব্রিজের পাটাতন উপড়ে ফেলেছে পিকেটাররা।

এ ছাড়া বগুড়া-নগরবাড়ী মহাসড়কের সিরাজগঞ্জের বোয়ালিয়া থেকে শ্রীকোলার মোড় পর্যন্ত রাস্তায় গাছের গুঁড়ি ফেলে সড়ক অবরোধ করে পিকেটাররা।

মঙ্গলবার গভীর রাতে বঙ্গবন্ধু সেতুর পশ্চিমপাড় মহাসড়কের সদর উপজেলার সয়দাবাদ এলাকায় জামায়াত-শিবিরের নেতাকর্মীরা ২৫টি ট্রাক ভাঙচুর করে এবং তিনটিতে আগুন ধরিয়ে দেয়। এ সময় তারা পাশের রেললাইনেও নাশকতার চেষ্টা করে।

অতিরিক্ত পুলিশ সুপার মোক্তার হোসেন জানান, চন্ডিদাসগাতি থেকে নলকা মোড় পর্যন্ত কয়েকটি স্থানের কেটে ফেলা গাছ অপসারণ করা হয়েছে।

(দ্য রিপোর্ট/আরকে/শাহ/এসবি/ডিসেম্বর ১১, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর