thereport24.com
ঢাকা, সোমবার, ২৯ এপ্রিল 24, ১৬ বৈশাখ ১৪৩১,  ২০ শাওয়াল 1445

দুই দলের প্রতি যুক্তরাষ্ট্রের আহ্বান

মতামত প্রকাশের সুযোগ থাকতে হবে

২০১৩ ডিসেম্বর ১১ ১৪:২৬:২১
মতামত প্রকাশের সুযোগ থাকতে হবে

দ্য রিপোর্ট কূটনৈতিক প্রতিবেদক : চলমান অস্থিতিশীল রাজনৈতিক পরিস্থিতিতে উদ্বেগ প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র দূতাবাস| বুধবার এক বিবৃতিতে বলেছে, শিশু-কিশোরসহ নির্দোষ মানুষ সাম্প্রতিক সময়ে অযৌক্তিক সহিংস বোমা হামলা ও অগ্নিসংযোগের ঘটনার শিকার হচ্ছে, যা বিশেষভাবে নিন্দনীয়।

বিবৃতিতে বলা হয়েছে, ‘আমরা আগেও বলেছি, যুক্তরাষ্ট্র বিশ্বাস করে প্রধান দুই দলের জন্য এটা এখন আরো জরুরি হয়ে পড়েছে যে তারা যেন বাংলাদেশি জনগণের কাছে গ্রহণযোগ্য হবে এমন শান্তিপূর্ণ, অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের পথ খূঁজে বের করে। সাম্প্রতিক উন্নয়নে আমরা অনুপ্রাণিত এবং আমাদের বিশ্বাস যে সদিচ্ছার মাধ্যমে প্রধান দুই দল এমন একটি নির্বাচন অনুষ্ঠানের পথ খূঁজে বের করতে পারবে যেমনটি বাংলাদেশি জনগণের চাওয়া ও প্রাপ্য।’

বিবৃতিতে বলা হয়, ‘সহকারী সচিব বিসওয়াল বাংলাদেশে তার সাম্প্রতিক সফরকালে পরিষ্কার করে বলেছিলেন, সহিংসতা কখনোই গণতান্ত্রিক প্রক্রিয়ার অংশ হতে পারে না, এটা অগ্রহণযোগ্য এবং অবিলম্বে সহিংসতা বন্ধ করতে হবে। বিগত কয়েক দিনের অযৌক্তিক সহিংস ঘটনাবলী বিশেষভাবে নিন্দনীয় কারণ শিশু-কিশোরসহ নির্দোষ মানুষ এ সব বোমা হামলা ও অগ্নিসংযোগের ঘটনার শিকার হয়েছে। এ সব ঘটনার জন্য দায়ীদের প্রতি আমরা সহিংসতা বন্ধ করে বাংলাদেশি জনগণকে আতঙ্ক ও নিরাপত্তাহীনতা ব্যতীত তাদের দৈনন্দিন কার্যক্রমে ফিরে যাওয়ার সুযোগ দেওয়ার আহ্বান জানাচ্ছি।’

আরো বলা হয়েছে, ‘আমরা বিশ্বাস করি, সব দলেরই অবাধে ও শান্তিপূর্ণভাবে নিজের মতামত প্রকাশের সুযোগ থাকতে হবে। এ সুযোগ প্রদান করা সরকারের দায়িত্ব এবং বিরোধী দলের দায়িত্ব হলো শান্তিপূর্ণভাবে এ সুযোগের ব্যবহার করা।’

(দ্য রিপোর্ট/জেআইএল/শাহ/এইচএসএম/ডিসেম্বর ১১, ২০১৩)

পাঠকের মতামত:

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর