thereport24.com
ঢাকা, বুধবার, ১ মে 24, ১৮ বৈশাখ ১৪৩১,  ২২ শাওয়াল 1445

‘আদালতের রায়ের বিরুদ্ধে কিছু বলতে চাই না’

২০১৩ ডিসেম্বর ১১ ১৪:৪৫:২৬
‘আদালতের রায়ের বিরুদ্ধে কিছু বলতে চাই না’

দ্য রিপোর্ট প্রতিবেদক : সকাল আহমেদের পরিচালনায় ‘ঠিকানা জানা নেই’ ধারাবাহিকে অভিনয় করেছেন বন্যা মির্জা। নাটকটি বুধবার রাত ৮টা ৪০ মিনিটে এটিএন বাংলায় প্রচারিত হবে।

কাদের মোল্লার ফাঁসির রায় বৃহস্পতিবার পর্যন্ত মূলতবি করা এবং দেশে চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে দ্য রিপোর্টের সঙ্গে কথা হয় বন্যা মির্জার।

দ্য রিপোর্ট : কাদের মোল্লার ফাঁসি মুলতবি করার বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন?

বন্যা মির্জা : আদালতের রায়ের বিরুদ্ধে কিছু বলতে চাই না। আমি আদালতের রায়ের প্রতি শ্রদ্ধাশীল। রাষ্ট্রের সিদ্ধান্তে যুদ্ধাপরাধীর বিচারপ্রক্রিয়া শুরু হয়েছে। আর সবকিছুর মতো এরও শেষ হবে। কাদের মোল্লার বিচার কিভাবে শেষ করা হবে, তা রাষ্ট্র ভালো জানে। দেরি হচ্ছে, নিশ্চয়ই কোনো বড় কারণ আছে। আমরা সাধারণ মানুষ তো তা জানি না। তবে বিচার আকাঙ্ক্ষিত। তা হবেই। তবে আমি এখনও বিতৃষ্ণা নই।

দ্য রিপোর্ট : দেশে চলমান রাজনৈতিক অস্থিরতা নিয়ে কিছু বলুন?

বন্যা মির্জা : সাধারণ মানুষের আশা দিয়ে কারো কিছু যায় আসে বলে তো মনে হয় না। আমাদের কোনো কথাই তো গুরুত্ব বহন করে না। তাহলে বক্তব্য দিয়ে লাভ কী? আমরা শুধু ফল ভোগ করি।

দ্য রিপোর্ট : তাহলে বলার মতো তেমন কিছু নেই?

বন্যা মির্জা: কী থাকবে? আমরা বাসায় বসে থেকে শুধু দেখি- কী হচ্ছে। কথা-ই বলতে পারি। মাঠে তো যাই না।

দ্য রিপোর্ট : এই পরিস্থিতিতে কাজ করছেন কিভাবে?

বন্যা মির্জা : পুরো মিডিয়াতে কাজ তো খুবই কম হচ্ছে। কেউ ইনভেস্ট করতে চাইছেন না। যাতায়াতেও সমস্যা হচ্ছে। কিন্তু কী আর করা।

(দ্য রিপোর্ট/আইএফ/শাহ/এইচএসএম/ডিসেম্বর ১১, ২০১৩)

পাঠকের মতামত:

SMS Alert

জলসা ঘর এর সর্বশেষ খবর

জলসা ঘর - এর সব খবর