thereport24.com
ঢাকা, শুক্রবার, ১০ জানুয়ারি 25, ২৭ পৌষ ১৪৩১,  ১০ রজব 1446

ভারতের সর্বোচ্চ আদালতে স্বীকৃতি পেল না সমকামিতা

২০১৩ ডিসেম্বর ১১ ১৪:৪৭:৪৬
ভারতের সর্বোচ্চ আদালতে স্বীকৃতি পেল না সমকামিতা

দ্য রিপোর্ট ডেস্ক : ভারতের সর্বোচ্চ আদালতে সমকামিতাকে অবৈধ ঘোষণা করা হয়েছে। বুধবার দেশটির সর্বোচ্চ আদালত সমকামিতাকে শাস্তিযোগ্য অপরাধ হিসেবেও ঘোষণা দিয়েছে।

চার বছর আগে, নয়া দিল্লির উচ্চ আদালত ‘সমকামিতা বিষয়ক আইনকে’ বৈষম্যমূলক ও মৌলিক অধিকারের পরিপন্থী বলে রায় দেয়। দিল্লি উচ্চ আদালতের ওই রায়কে মাইলফলক হিসেবে দাবি করে আসছিলেন সমকামী অধিকার রক্ষায় কাজ করা বিভিন্ন গোষ্ঠী।

তবে উচ্চ আদালতের রায় বাতিল হয়ে গেল সর্বোচ্চ আদালতের এই রায়ে।

সর্বোচ্চ আদালতের এই রায়ের ফলে ভারতীয় দণ্ডবিধির সমকামী বিরোধী ধারা বহাল থাকবে। ভারতীয় দণ্ডবিধির সংশোধন করতে হলে পার্লামেন্টের মাধ্যমে করতে হবে বলে সর্বোচ্চ আদালত জানিয়েছে। (সূত্র: এনডিটিভি, সিএনএন)

(দ্য রিপোর্ট/ কেএন/শাহ/এমডি/ ডিসেম্বর ১১, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

বিশ্ব এর সর্বশেষ খবর

বিশ্ব - এর সব খবর