thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১,  ২২ জমাদিউস সানি 1446

মতিঝিলে প্রতিবাদ মঞ্চ করবেন ব্যবসায়ীরা

২০১৩ ডিসেম্বর ১১ ১৪:৫২:১৪
মতিঝিলে প্রতিবাদ মঞ্চ করবেন ব্যবসায়ীরা

দ্য রিপোর্ট প্রতিবেদক : সকল রাজনৈতিক দলগুলোকে শান্তিপূর্ণ উপায়ে সমঝোতার আহ্বান জানাতে মতিঝিলে ব্যবসায়ীদের প্রতিবাদ মঞ্চ হচ্ছে। মতিঝিলের ফেডারেশন ভবনে বুধবার দুপুরে এ উপলক্ষে এক সংবাদ সম্মেলনে এফবিসিসিআইর সভাপতি কাজী আকরাম উদ্দিন আহমেদ এ কর্মসূচি ঘোষণা করেন।

শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় ব্যবসায়ীদের কথা না শুনায় রাজনীতিবিদদের সমালোচনা করেন এফবিসিসিআই সভাপতি কাজী আকরাম উদ্দিন আহমেদ। তিনি বলেন, ‘ব্যবসায়ীদের কথা শুনে আরো আগে সংলাপে বসলে দেশে এত প্রাণহানির ঘটনা ঘটত না। দেশ জ্বলত না। শিল্পকারখানা, ট্রাক, কাভার্ডভ্যান জ্বলত না। তারা বিদেশিদের কথায় সেই সংলাপে বসলেন ঠিকই কিন্তু ক্ষতির পর।’

তিনি আরো জানান, ১৫ ডিসেম্বর মতিঝিলে প্রতিবাদ মঞ্চ করা হবে। ওই মঞ্চে সবাই বক্তব্য দেবেন। পাশাপাশি চলমান রাজনৈতিক পরিস্থিতির প্রতিবাদে ১৫ ডিসেম্বর সকাল সাড়ে ১১টায় দেশব্যাপী সাদা পতাকার প্রতিবাদবন্ধন করবেন তারা।’

এ সময় দেশের শিল্প ও ব্যবসা-বাণিজ্য বাঁচাতে দ্রুত রাজনৈতিক সঙ্কট সমাধানে উদ্যোগ নিতে প্রধান দুই দলের প্রতি আহ্বান জানান কাজী আকরাম।

সংবাদ সম্মেলনে এফবিসিসিআইর সাবেক ও বর্তমানসহ পোশাক খাতের তিন সংগঠন বিজিএমইএ, বিকেএমইএ এবং বিটিএমএর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

(দ্য রিপোর্ট/এআই/নূরু/এমসি/শাহ/এমডি/ডিসেম্বর ১১, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

অর্থ ও বাণিজ্য এর সর্বশেষ খবর

অর্থ ও বাণিজ্য - এর সব খবর