thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি 25, ৩ মাঘ ১৪৩১,  ১৬ রজব 1446

গাবতলী থেকে এক পিকেটার আটক

২০১৩ ডিসেম্বর ১১ ১৫:০৮:০৪
গাবতলী থেকে এক পিকেটার আটক

দ্য রিপোর্ট প্রতিবেদক : রাজধানীর গাবতলী এলাকা থেকে র‌্যাব-৪ ককটেলসহ এক পিকেটারকে আটক করেছে।

র‌্যাব জানায় সকাল সাড়ে ১০টার দিকে গাবতলী বাসস্ট্যান্ড এলাকা থেকে ক্যাপ্টেন মুস্তাফিজের নেতৃত্বে একটি গোয়েন্দা টিম জাকির (২২) নামের এক পিকেটারকে আটক করে।

এ সম্পর্কে র‌্যাব-৪ এর অপারেশন অফিসার অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) মো. কামরুল হাসান বলেন, ‘ওই পিকেটার ৫০০ টাকার বিনিময়ে গাবতলীতে ককটেল বিস্ফোরণের জন্য আসে। একটি ককটেলের বিস্ফোরণ ঘটায় এবং আরেকটি নিক্ষেপ করার সময় তাকে র‌্যাব-৪ আটক করে।

সে কোন দলের নয়। তবে যার নির্দেশে এই কাজ করছিল সে একটি রাজনৈতিক দলের কর্মী। তদন্তের স্বার্থে এ মুহূর্তে বিস্তারিত জানানো সম্ভব হচ্ছে না।’

(দ্য রিপোর্ট/এ/এমসি/শাহ/এমডি/ডিসেম্বর ১১, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর