thereport24.com
ঢাকা, রবিবার, ১৯ জানুয়ারি 25, ৬ মাঘ ১৪৩১,  ১৯ রজব 1446

বিটিভিতে আবৃত্তি অনুষ্ঠানের জন্য আবেদন

২০১৩ ডিসেম্বর ১১ ১৫:২৪:৫০
বিটিভিতে আবৃত্তি অনুষ্ঠানের জন্য আবেদন

দ্য রিপোর্ট প্রতিবেদক : বাংলাদেশ টেলিভিশনে আবৃত্তি বিষয়ক অনুষ্ঠান চালানোর জন্য সরকারের কাছে আবেদন করেছে বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদ। গত মঙ্গলবার সন্ধ্যায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির সঙ্গীত ও নৃত্যকলা কেন্দ্র মিলনায়তনে আবৃত্তি বিভাগের শুভ উদ্বোধনে এ আবেদন করা হয়।

অনুষ্ঠানে বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের সাধারণ সম্পাদক আহকাম উল্লাহ বলেন, ‘আমরা আবৃত্তিশিল্পীরা চাই, বিটিভিতে আবৃত্তি বিষয়ক অডিশন হোক। আমরা সবাই অংশ নিতে চাই।’

তার উত্তরে সংস্কৃতি সচিব রনজিৎ কুমার বিশ্বাস বলেন, ‘প্রস্তাবটির ওপর ভালোভাবে নজর দেওয়া হবে।’

আবৃত্তি ও আলোচনার পাশাপাশি অনুষ্ঠানের এক পর্যায়ে তথ্য ও সংস্কৃতিমন্ত্রী হাসানুল হক ইনুর হাতে আবেদনপত্র তুলে দেন বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের সভাপতি আসাদুজ্জামান নূর।

আবৃত্তি বিভাগ উদ্বোধন করতে শিল্পকলায় আসেন তথ্য ও সংস্কৃতিমন্ত্রী হাসানুল হক ইনু এমপি, সংস্কৃতি সচিব ড. রনজিৎ কুমার বিশ্বাস, এনডিসি, বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের সভাপতি আসাদুজ্জামান নূর, সাধারণ সম্পাদক আহকাম উল্লাহ এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী।

(দ্য রিপোর্ট/আইএফ/শাহ/এমসি/ডিসেম্বর ১১, ২০১৩)

পাঠকের মতামত:

SMS Alert

জলসা ঘর এর সর্বশেষ খবর

জলসা ঘর - এর সব খবর