thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি 25, ৩ মাঘ ১৪৩১,  ১৬ রজব 1446

চট্টগ্রামে রবিবার হরতাল ডেকেছে হেফাজত

২০১৩ ডিসেম্বর ১১ ১৫:২৮:০৪
চট্টগ্রামে রবিবার হরতাল ডেকেছে হেফাজত

চট্টগ্রাম সংবাদদাতা : চট্টগ্রামের জমিয়াতুল ফালাহ জামে মসজিদ মাঠে মহাসম্মেলনের অনুমতি না দেয়ায় আগামী রবিবার চট্টগ্রামে সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। এছাড়া শুক্রবার বিক্ষোভ সমাবেশ করারও ঘোষণা দিয়েছে দলটি।

হেফাজতে ইসলামের সাংগঠনিক সম্পাদক মাওলানা আজিজুল হক ইসলামাবাদী বিষয়টি দ্য রিপোর্টকে নিশ্চিত করেছেন।

তিনি জানান, মহাসম্মেলনে মাঠ ব্যবহারের অনুমতির জন্য মঙ্গলবার পর্যন্ত আমরা অপেক্ষা করেছিলাম। কিন্তু নাশকতার কারণ দেখিয়ে অনুমতি দেয়নি প্রশাসন।

বিষয়টি নিয়ে হাটহাজারীতে হেফাজতের কেন্দ্রীয় কার্যালয়ে নেতাদের নিয়ে বৈঠকে বসেন সংগঠনের আমীর আহমদ শফী। তিনঘণ্টা বৈঠকের পর রবিবার হরতাল ও শুক্রবার বিক্ষোভ কর্মসূচির ঘোষণা দেন তারা।

আল্লামা আহমদ শফীর সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে মহাসচিব জুনায়েদ বাবুনগরী, সিনিয়র নায়েবে আমীর মুহিব্বুল্লাহ বাবুনগরীসহ ৭০ জন নেতা উপস্থিত ছিলেন।

(দ্য রিপোর্ট/কেএইচসি/এফএস/লতিফ/এমডি/ডিসেম্বর ১১, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর