thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১,  ২৪ জমাদিউল আউয়াল 1446

‘রেল সম্পদ ধ্বংসের সুযোগ এখন আর নেই’

২০১৩ ডিসেম্বর ১১ ১৫:৩৮:৫৩
‘রেল সম্পদ ধ্বংসের সুযোগ এখন আর নেই’

দ্য রিপোর্ট প্রতিবেদক : হরতাল ডেকে রেল সম্পদ ধ্বংস করার সুযোগ এখন আর নেই বলে মন্তব্য করেছেন রেলমন্ত্রী মুজিবুল হক। রেলভবনে বুধবার দুপুরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

তিনি বলেন, ‘এখন রেললাইনের ১০৪১টি পয়েন্টে রেল সম্পদ রক্ষার জন্য কাজ করে যাচ্ছে নিরাপত্তা কমিটি। তাছাড়া রেললাইনে এখন ডাইরেক্ট পেট্রোলিং ট্রেনের ব্যবস্থা করা হয়েছে। এর মাধ্যমে ট্রেন যাত্রার আগেই রেললাইনে কোন সমস্যা রয়েছে কিনা তা পরীক্ষা করে দেখা হয়।’

এই নিরাপত্তা বাহিনীর অস্ত্র বলতে কেবল বাঁশি এবং লাঠি রয়েছে। তাহলে কিভাবে তারা হরতাল সর্থনকারীদের মোকাবেলা করবে? এমন প্রশ্নের জবাবে রেলমন্ত্রী বলেন, ‘নিরাপত্তা বাহিনীর যা রয়েছে তা নিয়ে কাজে নেমেছে। আর এদের সঙ্গে ষোলকলা পূর্ণ করতে পুলিশ প্রশাসন আমাদের সবসমই সাহায্য করে যাচ্ছে।’

তিনি আরো বলেন, ‘ট্রেনের মাধ্যমে ঢাকাসহ দেশের সকল জায়গায় নিরাপদে কাঁচামাল পৌঁছানোর জন্য আমরা ১৪ সদস্য বিশিষ্ট কমিটি করেছিলাম। এই কমিটির মাধ্যমে আমাদের উদ্দেশ্য সার্থক। তবে আমরা বর্তমানে চাই এই কমিটিতে জনগণ এবং স্থানীয় প্রতিনিধিরাও সংযুক্ত হোক।

(দ্য রিপোর্ট/এমএম/লতিফ/এমসি/ডিসেম্বর ১১, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর