thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি 25, ৯ মাঘ ১৪৩১,  ২৩ রজব 1446

সিটি অব রিদম

২০১৩ ডিসেম্বর ১১ ১৫:৪৬:৩৪
সিটি অব রিদম

দ্য রিপোর্ট প্রতিবেদক : গুলশানের ইনস্টিটিউট অব এশিয়ান ক্রিয়েটিভস গ্যালারিতে মঙ্গলবার শুরু হয়েছে কাজী সালাহ্উদ্দিন আহমেদের ‘সিটি অব রিদম’ শীর্ষক চিত্র প্রদর্শনী। এটি তার ২৮তম একক চিত্র প্রদর্শনী।

পুরান ঢাকার ঐতিহ্য ও সংস্কৃতির পরিমণ্ডলে আবর্তিত রঙের খেলা তিনি তার কাজে দেখিয়েছেন। সর্বমোট ৩৮টি ছবি প্রদর্শনীতে স্থান পেয়েছে। শিল্পী তার কাজের মাধ্যম হিসেবে বেছে নিয়েছেন আ্যক্রেলিক, সঙ্গে তিনি ডাইমেনশন ও এক্সপেরিমেন্ট করেছেন রঙীন বাঁশের ম্যাট ও কাঠের গুড়া দিয়ে।

আধুনিক নগরায়নের প্রভাবে পুরান ঢাকার ঐতিহ্য ও মূল্যবোধ দিন দিন লোপ পাচ্ছে। শিল্পীর কাজের মূল বিষয় হল হারিয়ে যাওয়া পুরান ঢাকার ঐতিহ্য ও তার শৈশবের স্মৃতিকাতরতা। শিল্পী তার ভাবনায় পুরান ঢাকার গতানুগতিক ধারাকে ভেঙে এক নতুন ভাষার জন্ম দিতে চেয়েছেন। রঙ, ফর্ম, কম্পোজিশন ও টেক্সচারের ব্যবহারে তিনি তার কাজে নতুন আবহ ফুটিয়ে তুলতে পেরেছেন্।

প্রদর্শনী চলবে ১৫ ডিসেম্বর পর্যন্ত। প্রদর্শনী খোলা থাকবে প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত।

(দ্য রিপোর্ট/কেএম/রা/এইচএসএম/ডিসেম্বর ১১, ২০১৩)

পাঠকের মতামত:

SMS Alert

শিল্প ও সংস্কৃতি এর সর্বশেষ খবর

শিল্প ও সংস্কৃতি - এর সব খবর