thereport24.com
ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি 25, ২৮ পৌষ ১৪৩১,  ১১ রজব 1446

‘হাসিনার ক্ষমতা ৪ কিলোমিটারে সীমাবদ্ধ’

২০১৩ ডিসেম্বর ১১ ১৫:৫০:৩৩
‘হাসিনার ক্ষমতা ৪ কিলোমিটারে সীমাবদ্ধ’

দ্য রিপোর্ট প্রতিবেদক : সুপ্রিম কোর্ট বার এসোসিয়েশনের সম্পাদক ও বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন বলেন, ‘শেখ হাসিনার ক্ষমতা ঢাকা শহরের ৪ কিলোমিটারের মধ্যে সীমাবদ্ধ। ৪ কিলোমিটার থেকেও হাসিনাকে উৎখাত করা হবে।’

তিনি বলেন, ‘সরকার তারানকোর উদ্দেশ্যকে ব্যর্থ করে দেয়ার জন্য কাদের মোল্লাকে ফাঁসি দেয়ার চেষ্টা করছে।’

তিনি আরো বলেন, ‘তারানকোর মিশন যদি ব্যর্থ হয় জনগণ আপনাদের ঘেরাও করবে। আপনারা পালানোর কোনো জায়গা পাবেন না।’

সুপ্রিম কোর্টের শামসুল হক চৌধুরী হলে বিএনপি আইনজীবী ফোরামের আয়োজনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশের সভাপতি ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট জয়নাল আবেদিন বলেন, ‘সরকারের মসনদ ভেঙ্গে তছনছ হয়ে যাবে বুঝতে পেরে তারা তারানকোর আহ্বানে সাড়া দিচ্ছেনা।’

তিনি আরো বলেন, ‘শেখ হাসিনা ঢাকার মধ্যে অবরুদ্ধ আছেন। তার পতনের মাধ্যমে এই অবরুদ্ধ অবস্থার সমাপ্তি ঘটতে যাচ্ছে।’

জামায়াত নেতা কাদের মেল্লার শুনানি শেষে বিক্ষোভ সমাবেশে বক্তারা এ কথা বলেন। এ সময় বিএনপির অন্যান্য নেতারাও উপস্থিত ছিলেন।

(দ্য রিপোর্ট/জেএ/নূরু/রা/এসকে/ডিসেম্বর ১১, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর