thereport24.com
ঢাকা, শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪, ১৪ পৌষ ১৪৩১,  ২৬ জমাদিউস সানি 1446

জবি ছাত্রলীগের হরতাল-অবরোধবিরোধী মিছিল

২০১৩ ডিসেম্বর ১১ ১৫:৫১:৪৭
জবি ছাত্রলীগের হরতাল-অবরোধবিরোধী মিছিল

জবি প্রতিবেদক : বিএনপি-জামায়াতের ডাকা হরতাল-অবরোধ কর্মসূচির প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা ছাত্রলীগ। মিছিল পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশে বিএনপি-জামায়াতকে প্রতিহতের আহ্বান জানিয়েছেন সংগঠনটির নেতাকর্মীরা।

রাজনৈতিক কর্মসূচির নামে সহিংসতার প্রতিবাদে বুধবার দুপুরে সভাপতি ও সাধারণ সম্পাদকের নেতৃত্বে মিছিল বের করে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ। মিছিলটি ক্যাম্পাস থেকে রায়সাহেব বাজার মোড় ও বাংলাবাজার এলাকা প্রদক্ষিণ করে। পরে ক্যাম্পাসের মূল ফটকের সামনে এক সংক্ষিপ্ত সমাবেশ করে নেতাকর্মীরা।

সমাবেশে বিএনপি-জামায়াতকে প্রতিহতের আহ্বান জানিয়ে জবি শাখা ছাত্রলীগের সভাপতি শরিফুল ইসলাম বলেন, ‘হরতাল-অবরোধের নামে বিএনপি-জামায়াত জোট দেশকে অস্থিতিশীল পরিবেশের দিকে ঠেলে দিচ্ছে। মানুষ হত্যা, অগ্নিসংযোগ, ভাংচুরকারীদের প্রতিহত করতে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ প্রস্তুত থাকবে।

(দ্য রিপোর্ট/এলআরএস/লতিফ/এমসি/ডিসেম্বর ১১, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

শিক্ষা এর সর্বশেষ খবর

শিক্ষা - এর সব খবর