thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি 25, ৩ মাঘ ১৪৩১,  ১৬ রজব 1446

খিলগাঁওয়ে আহত ব্যক্তির মৃত্যু

২০১৩ ডিসেম্বর ১১ ১৫:৫৫:২৮
খিলগাঁওয়ে আহত ব্যক্তির মৃত্যু

দ্য রিপোর্ট প্রতিবেদক : রাজধানীর খিলগাঁওয়ে দুর্বৃত্তদের হামলায় আহত মুহাম্মদ জাহাঙ্গীর আলম (৩৪) মারা গেছেন।

খিলগাঁও থানার উপপরিদর্শক সাজেদুল হক জানান, বুধবার এলিফেন্ট রোডের জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

তিনি জানান, মঙ্গলবার দুলাল ও তার সহযোগীরা জাহাঙ্গীরকে মারধর করে। এ সময় তাকে প্রথমে ঢাকা মেডিকেল হাসপাতালে আনা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য এলিফেন্ট রোডের জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

এসআই সাজেদুল জানান, জাহাঙ্গীরের মৃত্যুর ঘটনায় তার স্ত্রী বকুল বেগম, শ্বাশুড়ি জয়নব বানু, দুলাল হোসেন ও সোহেলকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে।

(দ্য রিপোর্ট/এসআর/এইচএস/লতিফ/এসবি/ডিসেম্বর ১১, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর